ফের শিরোনামে বাংলাদেশি আম্পায়ার শরফুদদ্দৌলা, যশস্বীর পর এবার কোহলির আউট নিয়ে বিতর্ক

Published:

Updated:

Controversial umpire sharfuddoula saikat saved virat kohli in the sydney test
Follow

বিক্রম ব্যানার্জী, কলাকাত: মেলবোর্ন টেস্টের খলনায়ক হাজির হয়েছেন শুক্রবারের সিডনি টেস্টেও। তবে এবারে তিনি ফিল্ড আম্পায়ারের ভূমিকায়। চতুর্থ টেস্টের শেষ ইনিংসে যশস্বী জয়সওয়ালকে ফিরতি পথ দেখানো বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের বিতর্কিত সিদ্ধান্তের জের অস্ট্রেলিয়ার কাছে মাথা ঝুঁকিয়েছিল ভারত। সিরিজের পঞ্চম টেস্টে পা দিয়েও ফের চর্চায় উঠে এলেন ওপার বাংলার সৈকত। যদিও এবারে তাঁর সিদ্ধান্ত ভারতের নিরপেক্ষতা বজায় রেখেই।

বিরাট কোহলির বিপদ কমালেন সৈকত!

সিডনি টেস্টের প্রথম ম্যাচেই প্রায় উসকে গিয়েছে মেলবোর্ন টেস্টের স্মৃতি। গত ম্যাচে অজিদের অনুরোধে সিলমোহর দেওয়া আম্পায়ার এবারে শক্ত হাতে বিপদ সীমা থেকে টেনে আনলেন কিং কোহলিকে। ঘটনাটির সূত্রপাত হয়েছিল, অষ্টম ওভারে বিরাট কোহলি ব্যাট করতেন নামার পরই। কোহলিকে ইনিংসের প্রথম বলটি করেন স্কট বোলান্ড।

অজি পেসারের বল তখন অফ স্টাম্পের বাইরের রাস্তা দেখেছে এমন সময়ে স্কটের বলকে হালকা খোঁচা দিয়ে গন্তব্য দেখানোর চেষ্টা করেন বিরাট। তবে সময়ের সাথে তাল না মেলায় বল চলে যায় সোজা স্লিপে দাঁড়িয়ে থাকা স্টিভ স্মিথের হাতে। ক্যাচ লুফে নিয়েই তীব্র উচ্ছ্বাস প্রকাশ করে অস্ট্রেলিয়া। সিদ্ধান্ত জানানোর দায়িত্ব গিয়ে পড়ে সেই বাংলাদেশি আম্পায়ার সৈকতের কাঁধে। তবে এবারে বলটি ক্যাচ হয়েছে কিনা সে বিষয়ে যথেষ্ট সংশয়ে ছিলেন সৈকত।

সাহায্য চান থার্ড আম্পায়ারের কাছে। এরপরই সৈকতের সংশয়ের বেড়াজাল ভেঙে প্রযুক্তির ব্যবহার করে বারবার রিপ্লে নিয়ে নট আউটের সিদ্ধান্ত জানান ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। রিপ্লে বলছে, বল স্মিথের হাতে ওঠার আগে মাটি ছুঁয়েছিল। আর সেই কারণেই অস্ট্রেলিয়ার মুখের চওড়া হাসি নিমেষে উবে যায়। কাজেই বিতর্কে জড়ানো সৈকতের বিচক্ষণতায় ও থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে প্রাণ ফিরে পান বিরাট। যদিও প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন ও প্রাক্তন অস্ট্রেলীয় প্লেয়ার জাস্টিন ল্যাঙ্গার আম্পায়ারের সিদ্ধান্তে খুশি নন। তাঁদের দাবি, বিরাট কোহলি আউট ছিলেন।

মেলবোর্ন টেস্টে কী ঘটেছিল?

সিডনি টেস্টে পা রাখার আগে মেলবোর্নে ভয়াবহ সময় কাটিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টের অন্তিম ম্যাচের 71তম ওভারে যশস্বীকে বল ছুঁড়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। এমন সময়ে শত্রুপক্ষের দুরন্ত বলে ব্যাট চালানোর চেষ্টা করেন জয়সওয়াল। তবে কামিন্সের বল ব্যাটে লেগেছিল কিনা তা নিয়ে সংশয় থাকলেও উড়ন্ত বলে ক্যাচ লুফে নেন অস্ট্রেলিয়ার উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারি।

তৎক্ষণাৎ আউটের আবেদন জানায় অস্ট্রেলিয়া। তবে প্রাথমিকভাবে অজিদের আবেদন খারিজ হলেও থার্ড আম্পায়ার সৈকতের সিদ্ধান্ত রিপ্লেতে আউট করে জয়সওয়ালকে। স্নিকোতে না দেখেই যশস্বীকে আউট দেখিয়ে মাঠ ছাড়া করেন তিনি। এরপর থেকেই বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্ত গিয়ে দানা বাঁধে বিতর্ক। তবে মেলবোর্ন টেস্টের কীর্তি স্মরণ করে সিডনিতে সমগোত্রীয় পরিস্থিতির সম্মুখীন হওয়ায় একার কাঁধে কোনও দায়িত্ব রাখতে চাননি শরফুদ্দৌলা। তাই উভয় ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিয়ে বর্তমানে প্রশংসায় ভাসছেন ওপার বাংলার সৈকত।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join