বিক্রম ব্যানার্জী, কলকাতা: কল্যাণীতে ডার্বির রং লাল হলুদ। কলকাতা লিগের এ মরসুমের প্রথম হাইভোল্টেজ ডার্বিতে মোহনবাগানকে পরাস্ত করে জয়ের পতাকা উড়িয়েছে ইস্টবেঙ্গল। সেই সাথেই, সমস্ত অপবাদের মুখাগ্নি করেছে মশাল ব্রিগেড। তবে গতকাল দুই ময়দান প্রদানের লড়াইটা কিন্তু ছিল কাটায় কাটায়।
শনিবার কল্যাণীর মাঠে একেবারে সর্বশক্তি দিয়ে একে অপরের উপর ঝাঁপিয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আপামোর বাঙালির আবেগের জায়গা ডার্বি, তাই শনির ম্যাচে হাতে ইলিশ, চিংড়ি নিয়েই স্টেডিয়ামে হাজির হয়েছিলেন সমর্থকরা। শেষ পর্যন্ত টানটান উত্তেজনার মধ্যে দিয়ে লাল হলুদের শেষ হাসিতেই সমাপ্তি ঘটে ডার্বির। তবে গোটা ম্যাচ জুড়ে অব্যাহত ছিল চরম নাটকীয়তা।
এগিয়ে থেকেই জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল
শনিবার কল্যাণীর ময়দানে মোহনবাগানের বুকে তীর নিক্ষেপ করে 3-2 ব্যবধানে জয় নিশ্চিত করেছিল মশার ব্রিগেড। তবে এই ব্যবধান ম্যাচের প্রথমার্ধে গড়তে পারেনি মোহনবাগান। হ্যাঁ, এদিন জেসিন টিকের গোল 9 মিনিটের মাথায় এগিয়ে যায় ইস্টবেঙ্গল। লাল হলুদের তরফে গোল খেয়ে তা শোধ দিতে একেবারে উঠে পড়ে লাগে মোহনবাগানও।
মূলত আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়েই চলছিল দূরপাল্লার ম্যাচ। তবে প্রথমার্ধ শেষের আগে লাল হলুদের হয়ে অপবাদের বদলা নিতে জালে বল জড়ান সায়ন ব্যানার্জি। আর তাতেই প্রথমার্ধ শেষে 2-0 ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এদিকে লাল হলুদের তরফে জোড়া গোল খেয়ে পাল্টা আক্রমণে যেতে উদ্যত হয় সবুজ মেরুন। সেই মতোই লাল হলুদের দুর্গ ভেঙে মুহুর্মুহু আক্রমণ শানায় বাগান।
আর সেই পরিশ্রমের ফলই হাতেনাতে পেয়েছিল সবুজ মেরুন। এদিন 53 মিনিটের মাথায় গোল করে বাগানের জায়গা তৈরি করেন লেওয়ান। এরপর 67 মিনিটে জালে বল ঢুকিয়ে দলকে সমতায় ফেরান কিয়ান নাসিরি। যদিও শেষ পর্যন্ত ডেভিডের গোলে 3-2 ব্যবধানে এগিয়ে যায় মশাল দল। তবে সেই মুহূর্তে সগোল পরিশোধ দিতে না পারায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় সবুজ মেরুন ব্রিগেডকে।
অবশ্যই পড়ুন: ক্রেডিট কার্ড থেকে UPI, রান্নার গ্যাস! ১ আগষ্ট থেকেই বদলে যাচ্ছে একাধিক নিয়ম
কল্যাণীর ডার্বিতেও বাঁধল বিতর্ক
শনিবার কল্যাণীতে প্রথমবারের মতো আয়োজিত হল ডার্বি। প্রথম মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে উৎসাহ চরমে ছিল শহরবাসীর। গতকাল সেই উচ্ছ্বাস ধরে রেখেই লাল হলুদের যুদ্ধ জয়ের সাক্ষী থেকেছেন সমর্থকরা। তবে ইস্টবেঙ্গলের জয় দিয়ে সুষ্ঠুভাবে ডার্বি সম্পন্ন হয়েও হল না! আসলে, শনিবার ডার্বি চলাকালীন হঠাৎ কল্যাণী স্টেডিয়ামের বাতিস্তম্ভের আলো নিভে যায়। আর তা নিয়েই ফের অচলাবস্থার প্রশ্নে কাঠগড়ায় উঠলো কলকাতা লিগ!
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |