১১ বলে ৫০ করেই ভাঙলেন বিশ্বরেকর্ড, ৬ বলে ৬ ছক্কা হাঁকানো কে এই আকাশ চৌধুরী?

Published:

Cricketer Akash Choudhary know about Meghalaya cricketer
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরপর 6 বলে 6টি ছক্কা শেষ কবে কোন ক্রিকেটার হাঁকিয়েছিলেন, স্মৃতির ঝুলিতে ঢু মারলেও তা মনে করা দুষ্কর। এবার সেই কীর্তি গড়ে বিশ্ব ক্রিকেটে সাড়া ফেললেন ভারতের তরুণ ব্যাটসম্যান আকাশ চৌধুরী (Cricketer Akash Choudhary)। চলতি রঞ্জি ট্রফির রুদ্ধশ্বাস ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেই এই রেকর্ড গড়েছেন মেঘালয়ের ছেলে আকাশ। একেবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রাক্কালে মাত্র 11 বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড করায় ভারতীয় ক্রিকেটারকে নিয়ে IPL ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে যে চর্চা বাড়বে, সে কথা বলাই যায়।

আকাশের দুর্ধর্ষ ইনিংস

অরুণাচল বনাম মেঘালয়ের রঞ্জি ট্রফির ম্যাচে প্রথম ইনিংসে 6 উইকেট হারিয়ে 628 রান তুলেছিল আকাশের দল। আর সেই ইনিংসেই মাত্র 14 বল খেলে 50 রানে অপরাজিত ছিলেন তিনি। যদিও হাফ সেঞ্চুরি পূর্ণ করতে তাঁর প্রয়োজন পড়েছিল মাত্র 11টি বল। বলে রাখি, পরপর 6 বলে 6টি ছক্কা হাঁকানোর পাশাপাশি 11 বলে হাফ সেঞ্চুরির দৌলতে প্রথম শ্রেণীর ক্রিকেটে ওয়েন হোয়াইটের সেই বিশ্বরেকর্ড গুঁড়িয়ে দিলেন তিনি। শেষবারের মতো, 2022 সালে এসেক্সের বিরুদ্ধে প্রথম শ্রেণীর ক্রিকেটে মাত্র 12 বলে হাফ সেঞ্চুরি করেছিলেন এই ক্রিকেটার। এবার সেই রেকর্ড উড়িয়ে ইতিহাস লিখলেন ভারতের আকাশ।

বলাই বাহুল্য, এর আগে রঞ্জি ট্রফিতে ভারতের হয়ে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড রয়েছে জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার বন্দীপ সিংয়ের। 2015-16 সালে ত্রিপুরা দলের বিরুদ্ধে মাত্র 15 বলে ব্যাট ঘুরিয়ে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। অনেকেই বলছেন, বর্তমানে 6 বলে 6টি ছয় সহযোগে আকাশ যে কীর্তি করলেন তাতে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর জায়গা একপ্রকার পাকা হয়ে গেল। IPL নিলাম পর্বের আগে মেঘালয় ক্রিকেটারের দানবীয় ব্যাটিং ভাবতে বাধ্য করবে ফ্রাঞ্চাইজিগুলিকে।

 

অবশ্যই পড়ুন: ইডেন টেস্টের আগেই দক্ষিণ আফ্রিকার এই ব্যাটারকে নিয়ে সতর্ক ভারত

কে এই আকাশ চৌধুরী?

2019 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল মেঘালয়ের অলরাউন্ডার আকাশ চৌধুরীর। নাগাল্যান্ডের বিরুদ্ধে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়ার সাথে সাথেই সেই বছরই টি-টোয়েন্টি ক্রিকেটে পা রেখেছিলেন তিনি। না বললেই নয়, ঘরোয়া ক্রিকেটে মেঘালয়ের হয়ে এখনও পর্যন্ত মোট 30টি প্রথম শ্রেণীর ম্যাচে অংশ নিয়ে 503 রান করেছেন আকাশ। যার মধ্যে রয়েছে দুটি অর্ধশতরানও। এছাড়াও বল হাতে তুলে নিয়েছেন 87টি গুরুত্বপূর্ণ উইকেট।

লিস্ট এ ক্রিকেটে আকাশ খেলেছেন মোট 28 ম্যাচে। সেই আসরে ভারতীয় তারকার রান 203। একই সাথে উইকেট রয়েছে মোট 37টি। সেই সাথে বলে রাখি, 30টি ঘরোয়া টি-টোয়েন্টিতে অংশ নিয়ে 107 রান করার পাশাপাশি 28টি উইকেট তুলেছেন মেঘালয়ের ছেলে আকাশ। বিভিন্ন সময়ে নিজের ব্যাটিং এবং বোলিং দিয়ে মুগ্ধ করেছেন বহু ক্রিকেট প্রিয় মানুষকে। বলে রাখা ভাল, অরুণাচলপ্রদেশ ম্যাচের আগে চলতি রঞ্জিতে বিহারের বিরুদ্ধেও একটি অর্ধশতরান করেছিলেন আকাশ চৌধুরী।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join