চ্যাম্পিয়নস লিগের একই গ্রুপে গোয়া, আল নাসের! ভারতে খেলতে আসতে পারেন রোনাল্ডো

Published on:

Cristiano Ronaldo May Come India To Play Asian Champions League 2

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে খেলতে আসতে পারেন পর্তুগাল দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। হ্যাঁ, ইতিমধ্যেই এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু এর গ্রুপ চূড়ান্ত হয়ে গিয়েছে। ভারত থেকে ওই গ্রুপে জায়গা হয়েছে এফসি গোয়া এবং মোহনবাগানের।

এদিকে গ্রুপ ডি তে এফসি গোয়ার সঙ্গে জায়গা পেয়েছে রোনাল্ডোর দল আল নাসের। এর অর্থ, ভারতে খেলতে আসার সম্ভাবনা রয়েছে ক্রিশ্চিয়ানোর। ওদিকে তুলনায় সহজ গ্রুপ পেয়েছে কলকাতার ঐতিহ্যবাহী দল মোহনবাগান।

কোন গ্রুপে মোহনবাগান?

অলিম্পিক্স ডট কমের প্রতিবেদন অনুযায়ী, এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু এর গ্রুপ সি তে রয়েছে মোহনবাগান। ওই গ্রুপেই বাগানের সঙ্গী হয়েছে ইরানের সেপাহান এসসি, জর্ডানের আল হুসেইন এবং তুর্কমেনিস্তানের আহাল এফসি।

অন্যদিকে গ্রুপ ডি তে এফসি গোয়ার সাথে জায়গা হয়েছে রোনাল্ডোর দল আর নাসের, ইরাকের আল জাওরা এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলোলের। কাজেই, গোয়ার থেকে তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে ইস্টবেঙ্গল প্রতিবেশী।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আদৌ ভারতে খেলতে আসবেন রোনাল্ডো?

এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু এর ডি গ্রুপে আল নাসেরের সাথে ভারতীয় দল এফসি গোয়া থাকার কারণে, রোনাল্ডোর ভারতে আসার সম্ভাবনা বেড়েছে। যদিও রিপোর্ট বলছে, এই টুর্নামেন্ট খেলতে বাধ্য নন CR7। অর্থাৎ, এফসি গোয়ার সাথে ম্যাচ পড়লেও আল নাসেরে রোনাল্ডোর থাকাটা এখনও নিশ্চিত নয়।

জানা যাচ্ছে, ক্লাব কর্তৃপক্ষ রোনাল্ডোকে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু এর ম্যাচগুলিতে খেলার জন্য চাপ দিতে পারবে না। কাজেই, চুক্তিতে থাকা শর্ত যদি শেষ পর্যন্ত লাগু হয় তবে রোনাল্ডোর ভারতে আসা আপাতত কিন্তু অনিশ্চিত। যদিও এই গোটা বিষয়টা নির্ভর করবে পর্তুগাল তারকার ইচ্ছের ওপর। এক কথায়, রোনাল্ডো যদি মনে করেন তিনি ভারতে এসে খেলবেন তবে তাঁর পায়ের ধুলো পড়তে পারে দেশের মাটিতে। ফলে, রোনাল্ডোর ভারতে আসার সম্ভাবনাটা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অবশ্যই পড়ুন: আত্মরক্ষার্থে এবার হাতে অস্ত্র পাবেন অসমের সংবেদনশীল এলাকার মানুষ! চালু হল নয়া পোর্টাল

উল্লেখ্য, শেষ পর্যন্ত যদি রোনাল্ডোর ভারতে আসা না হয় সেক্ষেত্রে ভারতীয়দের আশায় জল পড়বে ঠিকই, তবে পর্তুগাল অধিনায়ক ভারতে না এলেও আল নাসেরের হয়ে এ দেশে খেলতে আসতে পারেন, ফেলিক্স, ইনিগো মার্টিনেজ, সাদিও মানের মতো ফুটবলাররা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥