বিক্রম ব্যানার্জী, কলকাতা: CR7 ভক্তদের জন্য আনন্দের খবর! পর্তুগালের অধিনায়ক তথা বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) খেলতে চান আরও 10 বছর! কিন্তু কীভাবে? খাতায় কলমে এখনই 40 বছর বয়স তাঁর। না! ফুটবলার জানাচ্ছেন, তিনি সবে 29-এর তরুণ! হঠাৎ কী এমন হল রোনাল্ডোর? কেনই বা নিজের বয়স 11 বছর কমিয়ে বললেন পর্তুগালের ফুটবলার? ধন্দে লাখ লাখ সমর্থক।
কেন বয়স কমালেন রোনাল্ডো?
খোঁজ নিয়ে যা জানা গেল, আসলে ক্রিশ্চিয়ানো তাঁর বয়স কমিয়ে বলেননি, তাঁর বয়স যে 40 সেটা নিজেও স্বীকার করেন তিনি। তবে ফিটনেসের দিক থেকে নিজেকে 29 বছর বয়সী তরুণই মনে করেন বিশ্বজয়ী ফুটবলার। সম্প্রতি এক সাক্ষাৎকারে, পর্তুগালের এই মহাতারকা নিজের বায়োলজিক্যাল এজ জানিয়েছেন।
রোনাল্ডোর সাথে কথা বলার পর আমেরিকার প্রযুক্তিগত পণ্য উৎপাদনকারী সংস্থা হুপ বিভিন্ন যন্ত্রাংশ ও ট্র্যাকার দিয়ে খেলোয়াড়ের শারীরিক সক্ষমতা যাচাই করেছে। একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর হুপের রিপোর্ট অনুযায়ী, ক্রিশ্চিয়ানোর বর্তমান বায়োলজিক্যাল বয়স 28.9 বছর।
এর অর্থ বর্তমানে মানসিক ও শারীরিক উভয় দিক থেকেই 40 বছর নয়, বরং 29 বছরের থেকেও কম বয়স তাঁর। আর সে প্রসঙ্গেই রোনাল্ডো জানিয়েছেন, 28.9 বছর! এতটা ভাল ফল হয়েছে বিশ্বাসই হচ্ছে না।
এরপরই CR7 বলেন, আমার ভক্তরা জানলে সত্যিই খুব খুশি হবে। আমি অন্তত আরও 10 বছর ফুটবল খেলতে পারব। সব মিলিয়ে সেই হিসেবে অনুযায়ী, রোনাল্ডোর আসল বয়স তাঁর শারীরিক ও মানসিক সক্ষমতার থেকে অন্তত 11 বছর বেশি।
অবশ্যই পড়ুন: বাংলাদেশকে বিরাট দুঃসংবাদ দিল জাতিসংঘ! ভারতের পর আমেরিকার এক সিদ্ধান্তেই সব শেষ
তাহলে কি সত্যিই 50 বছর বয়স পর্যন্ত ফুটবল খেলবেন রোনাল্ডো?
নিজের বায়োলজিক্যাল এজ জানার পর যথেষ্ট উচ্ছ্বসিত হয়েছিলেন বিশ্বজয়ী ফুটবলার। বারংবার নিজের 28.9 বছর বয়সটি স্মরণ করিয়ে দিচ্ছিলেন তিনি! তবে 40 বছরের রোনাল্ডো আদৌ আরও দশ বছর অর্থাৎ 50 বছর বয়স পর্যন্ত ফুটবল খেলবেন কিনা তা নিয়ে কোনও স্পষ্ট উত্তর এখনও মেলেনি।
তবে এ কথা স্বীকার করতে হয় যে, প্রতিদিন নিয়মিত কসরত ও নানান খাদ্যাভ্যাসের মধ্যে দিয়ে পর্তুগাল অধিনায়ক যেভাবে নিজেকে ফিট রেখেছেন, তাতে শুধুমাত্র ফিটনেসের ভিত্তিতে আরও 10 টা বছর ফুটবল পায়ে মাঠে দাপট দেখানো কোনও ব্যাপারই নয় ক্রিস্টিয়ানো রোনাল্ডো সেভেনের কাছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |