জল্পনায় জল, কোথাও যাচ্ছেন না রবীন্দ্র জাদেজা! এই ১৬ জনকে রিটেইন করাতে পারে CSK

Published:

CSK Retention For IPL 2026 14 players may be retained by Chennai management
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2026 শুরু হতে এখনও প্রায় 4 মাস। তবে অন্যান্য বছরের মতোই নভেম্বর পড়তে না পড়তেই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে শুরু হয়েছে উন্মাদনা। তাতে নতুন মাত্রা জুগিয়েছে IPL এর অফিসিয়াল সম্প্রচারক JioHotstar এর রিটেনশন তালিকার দিন ঘোষণা। রিপোর্ট অনুযায়ী, আগামী 15 নভেম্বর ধরে রাখা প্লেয়ারদের তালিকা প্রকাশ করবে IPL এর 10 দল। আর সেই ঘোষণার প্রাক্কালে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের রিটেনশন তালিকা নিয়ে বাড়ছে জল্পনা। শোনা যাচ্ছে, এবার এক ঝাঁক তারকা ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে CSK। তাহলে কাদের ধরে রাখবে থালার দল (CSK Retention For IPL 2026)?

কবে গড়াবে IPL 2026 এর নিলাম?

মাঝে শোনা গিয়েছিল, IPL 2026 এর নিলাম গড়াতে পারে দেশের মাটিতেই। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের বেশ কয়েকটি সূত্র বলছে, এবছরও নিলাম হবে বিদেশে। শোনা যাচ্ছে, আসন্ন ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 15-16 তারিখ আবুধাবিতে অনুষ্ঠিত হতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম পর্ব। তার আগে দলগুলির রিটেনশন তালিকার জন্য অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।

কাদের ধরে রাখবে CSK?

বিগত দিনগুলিতে সঞ্জু স্যামসনকে নিয়ে ব্যাপক জল্পনা বেড়েছে চেন্নাই সুপার কিংস ভক্তদের মধ্যে। শোনা গিয়েছিল, ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যানকে দলে নিতে দীর্ঘদিনের সঙ্গী ধোনির বন্ধু অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকেও ছেড়ে দিতে রাজি হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট। তবে এবার শোনা যাচ্ছে, ভিন্ন কথা। বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, “চেন্নাই দলেই থাকবেন বহু যুদ্ধ জয়ের কারিগর রবীন্দ্র জাদেজা।” সেই সূত্রে বলে রাখি, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়াতে রবীন্দ্র জাদেজার পাশাপাশি বেশ কয়েকজন চেনা মুখকে রিটেনশন তালিকায় জায়গা দিতে পারে মাহির দল।

টাইমস নাও এর এক প্রতিবেদন অনুযায়ী, জাদেজা ছাড়াও ঋতুরাজ গায়কওয়াড়, এমএস ধোনি, মাথিশা পাথিরানা, নুর আহমেদ, শিবম দুবে, নাথান এলিস, ডিওয়াল্ড ব্রেভিস, রাচিন রবীন্দ্র, আয়ুষ মাত্রে, উরভিল প্যাটেল, আন্দ্রে সিদ্ধার্থ, খলিল আহমেদ, মুকেশ চৌধুরী, আনশুল কাম্বোজ এবং শাইক রাশেদকে (মোট 16 জন) রিটেইন করাতে পারে চেন্নাই সুপার কিংস।

অবশ্যই পড়ুন: ভারতের উদ্বেগ বাড়িয়ে বাংলাদেশে পৌঁছল পাকিস্তানের যুদ্ধজাহাজ, হচ্ছে টা কী ওপারে?

উল্লেখ্য, IPL এর গত মরসুমটা একেবারেই ভাল যায়নি 5 বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের। শেষবারের মতো অধিনায়ক ঋতুরাজ চোট পাওয়ায় দলের দায়িত্ব নেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে দুঃখের বিষয়, নিজের শান্ত স্বভাব এবং দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়েও চেন্নাইয়ের ভাগ্য ফেরাতে পারেননি তিনি। যার জেরে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে থেকেই যাত্রা শেষ করেছিল IPL এর এই শক্তিশালী দলটি। তবে এবার আর সেই ভুল করতে চাইছে না ইয়েলো ব্রিগেডের ম্যানেজমেন্ট।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join