KKR-র ম্যাচের আগেই ২৮ বলে ১০০ করা ভয়ঙ্কর প্লেয়ারের এন্ট্রি CSK-তে

Published on:

CSK signs a formidable player ahead of the KKR match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাইকে (CSK) চেনার উপায় নেই কারোরই। এ মরসুমে চ্যাম্পিয়নদের যা দশা, তাতে আপাতত CSK-র ম্যাচ দেখছেন না অনেকেই। যদিও IPL 2025 মরসুমে আশা শেষ হয়ে গিয়েছে বহু আগেই। তবে নিয়ম রক্ষার ম্যাচগুলিতে নিজেদের সেরাটা দিয়ে শেষের সফর স্মরণীয় করে রাখতে চাইছে দক্ষিণী দল। আর সেই সূত্র ধরেই আগামীকাল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামার আগে ভয়ঙ্কর প্লেয়ারকে সই করিয়ে নিল চেন্নাই।

28 বলে সেঞ্চুরি করা প্লেয়ারকে দলে নিল CSK

আসন্ন ম্যাচগুলি একটু অন্যভাবে কাজে লাগাতে চাইছে চেন্নাই। আর সেই লক্ষ্যেই নিয়ম রক্ষার আসরে নতুন প্লেয়ারদের সুযোগ দিয়ে আগামী সিজনের জন্য প্রস্তুত করে রাখতে চাইছে ধোনির দল। সাম্প্রতিক সময়ে জল্পনা বেড়েছিল বিকল্প উইকেটকিপার-ব্যাটসম্যান বংশ বেদীকে নিয়ে।

RCB-র বিরুদ্ধে গত ম্যাচেই অভিষেক হওয়ার কথা ছিল তাঁর, তবে ইতিমধ্যেই চোটের কারণে সেই সুদিন আসেনি খেলোয়াড়ের। বরং চোট নিয়ে গোটা মরসুম থেকেই ছিটকে গেলেন বেদী। এমতাবস্থায়, তরুণ ক্রিকেটারের বিকল্প খুঁজে নিল CSK। তাও আবার কলকাতার বিরুদ্ধে ম্যাচ শুরুর আগেই।

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম যা জানাচ্ছে, বুধবার কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আসর জমানোর আগেই সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে মাত্র 28 বলে সেঞ্চুরি হাঁকানো উর্ভিল প্যাটেলকে সই করিয়ে নিল চেন্নাই সুপার কিংস। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিলাম পর্বে তাঁর বেস প্রাইস ছিল 30 লক্ষ টাকা। জানা যাচ্ছে সেই অর্থ দিয়েই উর্ভিলকে দলে টেনেছে CSK।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: তলে তলে এত্ত কিছু! ভারত, পাকিস্তান উত্তেজনার ফায়দা নিয়ে বিরাট ফন্দি আঁটল বাংলাদেশ

উর্ভিলকে নিয়ে কিছু কথা..

কলকাতার ম্যাচের আগে চেন্নাই শিবিরে যোগ দেওয়া প্যাটেল গত মরসুমে ঘরোয়া ক্রিকেটে কার্যত আগুন ঝরিয়েছিলেন। বলা ভাল, সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে মাত্র 28 বলে শতরান হাঁকিয়েছিলেন এই উর্ভিল। যা ছিল ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যুগ্মতবে দ্রুততম শতরান। জানিয়ে রাখি, মাত্র 6 ম্যাচে অংশ নিয়ে 315 রান তুলেছিলেন চেন্নাইয়ের এই নতুন সদস্য।

সঙ্গে ছিল দুটি দুরন্ত সেঞ্চুরি। এছাড়াও উর্ভিলের স্ট্রাইক রেট প্রায় 230। ভাবা যায়! বলা বাহুল্য, টি-টোয়েন্টিতে সর্বসাকুল্য 47 ম্যাচে অংশ নিয়ে 1162 রান গড়েছেন উর্ভিল। মনে করা হচ্ছে, তরুণের এই দুরন্ত ফর্ম দেখেই কলকাতার বিরুদ্ধে মাঠে নামার আগেই তাঁকে সই করিয়ে নিল CSK। এখন প্রশ্ন, আগামীকাল নাইটদের বিরুদ্ধে তাঁকে নামানো হবে কিনা?

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥