পরপর ৫ বলে ৫ উইকেট, বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন আয়ারল্যান্ডের পেসার

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটানা 5 বলে 5 উইকেট! আন্তর্জাতিক ক্রিকেটে এমন বিরল ঘটনার সাক্ষী বোধ হয় এর আগে কেউই হননি। তবে চলতি বছর সেই অসম্ভবকেও সম্ভব করে দেখিয়েছে। হ্যাঁ, হ্যাটট্রিক বা ডবল হ্যাটট্রিক নয়, এক ম্যাচে পরপর 5 বলে 5 উইকেট তুলে আন্তর্জাতিক ক্রিকেটের পরিসংখ্যানই বদলে দিলেন আয়ারল্যান্ডের তারকা পেসার কার্টিস ক্যাম্ফার। একটানা 5 বলে 5 জন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে আপাতত বিশ্ব রেকর্ডে নাম জড়ালেন তিনি।

ইতিহাস গড়লেন আয়ারল্যান্ড পেসার

পেশাদার ক্রিকেটে প্রথমবারের মতো নতুন রেকর্ড গড়ে দেখালেন আয়ারল্যান্ডের ক্যাম্ফার। মঞ্চটা ছিল আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আর সেই আসরেই মুনস্টার রেডস টিমের হয়ে নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সের বিরুদ্ধে পরপর 5 বলে 5 উইকেট ভেঙে নতুন কীর্তি গড়লেন কার্টিস ক্যাম্ফার। যা আগে ভেবে দেখলেও করে দেখানোর সাধ্য হয়নি অনেকেরই।

অবশ্যই পড়ুন: অন্ধকারে ভারতীয় ফুটবল, FIFA র‍্যাঙ্কিংয়ে বিরাট পতন! করুণ অবস্থা পাকিস্তান, বাংলাদেশের

বলা বাহুল্য, এদিন প্রতিপক্ষ নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সের বিরুদ্ধে বল হাতে 2.3 ওভারে 16 রান খরচ করে 5 উইকেট নিয়েছিলেন কার্টিস। তবে ধারাবাহিকভাবে 5 বলে 5 উইকেট নেওয়ার পর হয়তো নিজের হাতকেও বিশ্বাস করতে পারেননি তিনি।

খুব সম্ভবত সেই কারণেই, ম্যাচ শেষের পর 6 উইকেট নেওয়ার সুযোগ নিয়ে প্রশ্ন এলে, আয়ারল্যান্ডের এই তারকা পেসার ওরফে অলরাউন্ডার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যা পেয়েছি আমি তাতেই সন্তুষ্ট। হয়তো 6 বলে ছয় উইকেট পাওয়াটা সম্ভব হতো না! সবশেষ কীর্তিমান তারকার সংযোজন ছিল, আমি আমার পারফরমেন্স নিয়ে যথেষ্ট আনন্দিত।

আরও
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join