পরপর ৫ বলে ৫ উইকেট, বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন আয়ারল্যান্ডের পেসার

Published on:

Curtis Campher makes history by five wickets in five balls Record

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটানা 5 বলে 5 উইকেট! আন্তর্জাতিক ক্রিকেটে এমন বিরল ঘটনার সাক্ষী বোধ হয় এর আগে কেউই হননি। তবে চলতি বছর সেই অসম্ভবকেও সম্ভব করে দেখিয়েছে। হ্যাঁ, হ্যাটট্রিক বা ডবল হ্যাটট্রিক নয়, এক ম্যাচে পরপর 5 বলে 5 উইকেট তুলে আন্তর্জাতিক ক্রিকেটের পরিসংখ্যানই বদলে দিলেন আয়ারল্যান্ডের তারকা পেসার কার্টিস ক্যাম্ফার। একটানা 5 বলে 5 জন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে আপাতত বিশ্ব রেকর্ডে নাম জড়ালেন তিনি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ইতিহাস গড়লেন আয়ারল্যান্ড পেসার

পেশাদার ক্রিকেটে প্রথমবারের মতো নতুন রেকর্ড গড়ে দেখালেন আয়ারল্যান্ডের ক্যাম্ফার। মঞ্চটা ছিল আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আর সেই আসরেই মুনস্টার রেডস টিমের হয়ে নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সের বিরুদ্ধে পরপর 5 বলে 5 উইকেট ভেঙে নতুন কীর্তি গড়লেন কার্টিস ক্যাম্ফার। যা আগে ভেবে দেখলেও করে দেখানোর সাধ্য হয়নি অনেকেরই।

অবশ্যই পড়ুন: অন্ধকারে ভারতীয় ফুটবল, FIFA র‍্যাঙ্কিংয়ে বিরাট পতন! করুণ অবস্থা পাকিস্তান, বাংলাদেশের

বলা বাহুল্য, এদিন প্রতিপক্ষ নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সের বিরুদ্ধে বল হাতে 2.3 ওভারে 16 রান খরচ করে 5 উইকেট নিয়েছিলেন কার্টিস। তবে ধারাবাহিকভাবে 5 বলে 5 উইকেট নেওয়ার পর হয়তো নিজের হাতকেও বিশ্বাস করতে পারেননি তিনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

খুব সম্ভবত সেই কারণেই, ম্যাচ শেষের পর 6 উইকেট নেওয়ার সুযোগ নিয়ে প্রশ্ন এলে, আয়ারল্যান্ডের এই তারকা পেসার ওরফে অলরাউন্ডার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যা পেয়েছি আমি তাতেই সন্তুষ্ট। হয়তো 6 বলে ছয় উইকেট পাওয়াটা সম্ভব হতো না! সবশেষ কীর্তিমান তারকার সংযোজন ছিল, আমি আমার পারফরমেন্স নিয়ে যথেষ্ট আনন্দিত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group