বুমরাহ যে ম্যাচে খেলেন সেটাতেই হারে! টিম ইন্ডিয়াকে বড় পরামর্শ প্রাক্তন ইংলিশ তারকার

Published on:

David Lloyd Jasprit Bumrah News

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বের অন্যতম সেরা দ্রুতগতির বোলার জসপ্রীত বুমরাহ, এ বিষয়ে দ্বিমত থাকার কথা নয় কারোরই। চলতি ইংল্যান্ড সিরিজেও ভারতীয় দলের হয়ে ইংলিশদের মাটি কাঁপিয়ে দিয়েছেন তিনি। প্রথম টেস্টে 5 উইকেট নেওয়ার পর লর্ডসে ফিরে 7 উইকেট মিলিয়ে এখনও পর্যন্ত মোট 12টি উইকেট পকেটে পুরেছেন ভারতীয় দলের পেস বিভাগের এই স্তম্ভ।

আসলে ইংলিশদের বিরুদ্ধে বুমরাহ যত উইকেট তুলবেন, আদতে লাভের ঘরে এগিয়ে থাকবে ভারতই। তবে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেভিড লয়েড কিন্তু তেমনটা মনে করছেন না! তিনি স্মরণ করিয়েছেন, জসপ্রীত যে ম্যাচে খেলেন সেটাতেই হারে ভারত। তাই এই মুহূর্তে জিততে গেলে বুমরাহকে নিয়ে পরিকল্পনা বদলাতে হবে ভারতীয় দলকে। প্রাক্তন ইংলিশ তারকা এমন মন্তব্যে কি অবাক হবেন জসপ্রীত?

বুমরাহ থাকলেই হারে ভারত?

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত বোলিং পারফরমেন্স সত্ত্বেও ভারতীয় দলকে জেতাতে পারেননি জসপ্রীত। মাঝে বিশ্রামের কারণে দ্বিতীয় টেস্টে নামেননি তিনি। ঘটনাচক্রে সেই আসরেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। পরবর্তীতে আত্মবিশ্বাসকে পুঁজি করে তৃতীয় টেস্টে নামতেই 7 উইকেট তুলে ইংল্যান্ডের মনে ভয় ধরালেও দলকে জেতাতে পারেননি তিনি।

মূলত সেই সব কারণকে সামনে রেখেই এক সাক্ষাৎকারে ভারতীয় তারকাকে নিয়ে বড়সড় মন্তব্য করে বসলেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার ডেভিড লয়েড। ওই সাক্ষাৎকারে লয়েড মনে করিয়ে দেন, বুমরাহ না থাকায় এজবাসটন টেস্টে জিতেছে ভারত। অনেকেই বলেন, বুমরাহ খেললে নাকি বেশিরভাগ ম্যাচই হারে টিম ইন্ডিয়া। না খেললে সেই ম্যাচে জেতে দল। এদিকে তারাই আবার ওকে বিশ্বসেরা বলেন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

লয়েডের বক্তব্য, ওর বোলিং স্টাইল অন্যান্যদের থেকে অনেকটাই আলাদা। তবে ছেলেটা বেশ ভাল বল করে। এদিন শুধু এটুক বলেই থেমে থাকেননি লয়েড। প্রাক্তন ইংলিশ তারকা আরও জানান, বুমরাহকে নিয়ে প্রয়োজনে পরিকল্পনা পরিবর্তন করার সময় এসেছে ভারতের। এরপরই ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের পূর্বের বক্তব্য মনে করিয়ে লয়েড জানান, কোচ গৌতম গম্ভীর তো বলেছিলেন ও 5 টেস্টে খেলতে পারবে না। তার বদলে তিনটি টেস্টে খেল।

সে ক্ষেত্রে ওনার কথা যদি সত্যি হয় তবে, দুটি টেস্ট যেহেতু হয়ে গিয়েছে তাই ম্যানচেস্টারে বুমরাহর খেলার কথা। কিন্তু আমি মনে করি ভারতীয় ম্যানেজমেন্ট হয়তো এখনও ওকে নিয়ে কোনও সিদ্ধান্তে আসতে পারেনি। এদিন বুমরাহর প্রসঙ্গে কথা বলতে বলতেই সবশেষে লয়েড বলে বসেন, ধরুন পরবর্তী টেস্ট ম্যাচে যদি ইংল্যান্ড 3-1 ব্যবধানে এগিয়ে যায়, সে ক্ষেত্রে ওভালে ওকে নামানোর কোনও মানেই হয় না। তাই আমি মনে করি, তার আগেই ওকে চতুর্থ টেস্ট অর্থাৎ ম্যানচেস্টারে নামানো হোক।

 

অবশ্যই পড়ুন: ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি শূকর আছে? রইল শীর্ষ পাঁচের তালিকা, নাম বাংলারও

উল্লেখ্য, লর্ডসের মাটিতে মূলত ব্যাটিং বিপর্যয়ের কারণে 22 রানে ইংলিশদের হাতে বধ হয়েছে টিম ইন্ডিয়া। কাজেই প্রথম এবং তৃতীয় টেস্টে পরাজয়ের পর ছন্দে ফিরতে আমরণ চেষ্টা করবে শুভমন সেনা। যদিও ভারতের সাফল্যকে আটকে দিতে পিছু পা হবেনা ইংল্যান্ডও। কাজেই এখন দেখার 23 জুলাই, ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্টে, শেষ হাসি হেসে ব্যবধান বাড়ায় কোন দল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥