কলকাতাঃ ভারতীয় ক্রিকেট টিমের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) বড়সড় একটি ঝটকা খেলেন। আগামীকালই শুরু হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচ, তার আগে গৌতম গম্ভীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দিল্লির আদালত নতুন করে তদন্তের নির্দেশ দেয়। পাশাপাশি বিচারক গৌতম গম্ভীর এবং অন্যান্য অভিযুক্তদের অভিযোগমুক্ত করার নির্দেশও খারিজ করে দেওয়া হয়। বিচারক জানিয়েছেন, এই ফ্ল্যাট বিক্রির মামলায় গৌতম গম্ভীরের ভূমিকা কি, তা নিয়ে তদন্ত করার প্রয়োজন রয়েছে।
আসলে, ফ্ল্যাট বিক্রির মামলায় রিয়েল এস্টেট কোম্পানি রুদ্র বিল্ডওয়েল রিয়েলটি প্রাইভেট লিমিটেড, ইউ এম আর্কিটেকচার্স অ্যান্ড কন্ট্রাক্টর্স লিমিটেড এবং এইচ আর ইনফ্রাসিটি প্রাইভেট লিমিটেড নামের তিনটি নির্মাণ সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। আর এই তিনটির মধ্যে দুটি সংস্থার ডিরেক্টর ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর।
বিতর্কিত প্রোজেক্ট
বলে দিই, ২০১১ সালে গাজিয়াবাদের ইন্দ্রপুরমে ‘সেরা বেলা’ নামের হাউসিং একটি প্রোজেক্টের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। ২০১৩ সালে সেটির নাম পরিবর্তন করে ‘পাভো রিয়েল’ করা হয়। অভিযোগকারীরা জানিয়েছেন যে, বিজ্ঞাপন দেখার পর তাঁরা ৬ লাখ থেকে ১৬ টাকা এই প্রোজেক্টে বাড়ি পাওয়ার জন্য দিয়েছিলেন। কিন্তু বাড়ি তো দূরের কথা, সেখানে বিল্ডিং করার প্রাথমিক কাজও হয়নি।
যা জানাল আদালত
বিচারক জানিয়েছেন যে, গৌতম গম্ভীরই এমন একজন ব্যক্তি, যিনি ব্র্যান্ড আম্বাসাডার হিসেবে এই সংস্থাগুলোর সঙ্গে যুক্ত ছিলেন। আদালত জানিয়েছে যে, এটা পরিস্কার করা উচিৎ যে প্রতারণা করা অর্থের অংশ গৌতম গম্ভীরও পেয়েছিলেন কী? বলে দিই, এই প্রোজেক্টে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। আর এই কারণে আদালত এই মামলাটি নিয়ে ফের তদন্তের নির্দেশ দিয়েছে।