পদ পেলেন না স্নেহাশিস! নতুন সচিব BCCI-এ, জয় শাহের জায়গায় কে এলেন?

Published:

jay shah bcci
Follow

কৌশিক দত্ত কলকাতাঃ ভারতীয় ক্রিকেট বোর্ড (Board of Control for Cricket in India) এ জয় শাহর জায়গায় বসবেন কে? তা এখনও ঠিক করতে পারেনি BCCI। হ্যাঁ, তবে আপাতত দায়িত্ব সামলানোর জন্য দেবজিৎ সইকিয়াকে সেই জায়গায় বসানো হয়েছে। আসলে দেবজিৎ সইকিয়া হলেন BCCI-র যুগ্ম সচিব, তাই তাঁকে কার্যনির্বাহী সচিব হিসেবে BCCI প্রেসিডেন্ট রজার বিনি নিযুক্ত করেছেন। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে, তাঁকেই কি আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত পাকাপাকি ভাবে এই পদে রেখে দেবে BCCI?

BCCI ছেড়ে ICC চেয়ারম্যান জয় শাহ

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যানের পদ সামলাচ্ছেন BCCI-র প্রাক্তন সচিব জয় শাহ। তিনি BCCI-র মেয়াদ পূর্ণ না করেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে গিয়েছেন। তাই আগামী ১০ মাসের জন্য বিসিসিআইয়ের সচিব পদ পুরোপুরি ফাঁকা। সেই শূন্যস্থান তবেই পূরণ হবে, যবে BCCI-র বার্ষিক সভা হবে। যা আগামী বছর সেপ্টেম্বর নাগাদ হওয়া কথা। তবে এর আগে জরুরি ভিত্তিতে মিটিং ডেকে বিসিসিআই যদি কাউকে পাকাপাকি ভাবে জয় শাহর জায়গায় বসায়, তাহলে তাঁর মেয়াদ আগামী বছরের সেপ্টেম্বর অবধিই থাকবে।

স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের কাছেও প্রস্তাব যায় BCCI-র সচিব হওয়ার

তবে এর মাঝে শোনা গিয়েছিল যে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা তথা সিএবির প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের কাছে নাকি BCCI-র সচিব হওয়া প্রস্তাব গিয়েছে। তবে শুধু স্নেহাশিসই নয়, প্রস্তাব গিয়েছিল রোহন জেটলি থেকে গুজরাটের অনিল প্যাটেলের কাছে। কিন্তু তাঁদের মধ্যে কাউকে নির্বাচিত না করেই আপাতত দেবজিৎ সইকিয়াকে কার্যনির্বাহী হিসেবে রাখা হয়েছে।

তবে দেবজিৎ সইকিয়া আদৌ কী সেপ্টেম্বর পর্যন্ত ওই পদে থাকতে পারবেন? কারণ BCCI-র নিয়ম অনুযায়ী, ৪৫ দিনের মধ্যেই শূন্যস্থান পূরণ করতে হয়। এর মানে এই যে, আগামী ১৫ জানুয়ারির মধ্যে নতুন সচিব বেছে নিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। আর তাঁর মেয়াদ আগামী সেপ্টেম্বর অবধি থাকবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join