কৌশিক দত্ত, কলকাতাঃ জয় শাহ বর্তমানে আইসিসির চেয়ারম্যান পদে আসিন হয়েছে। ICC-তে জয় শাহর অভিষেকের পর বিসিসিআইতে (Board of Control for Cricket in India) সচিব পদ খালি হয়ে গিয়েছে। আর এবার BCCI-র সেই পদে কে বসবেন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আর এরই মধ্যে প্রায় চূড়ান্ত হয়ে গেল যে, BCCI-র সচিব পদে কে বসছেন। জানা যাচ্ছে যে, এবার জয় শাহর আসনে বসতে চলেছে দেবজিৎ সাইকিয়া। এছাড়া BCCI-র কোষাধ্যক্ষ পদও ফাঁকা। সেখানে বসতে পারেন প্রভতেজ সিং ভাটিয়া।
BCCI-র নতুন সচিব হচ্ছেন দেবজিৎ সাইকিয়া
দেবজিৎ সাইকিয়া আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়াও প্রভতেজ সিং ভাটিয়া কোষাধ্যক্ষ পদের জন্য আবেদন করেছেন। সবথেকে বড় বিষয় হল, এই দুজনা দুই পদের জন্য মনোনয়ন জমা দেওয়া একমাত্র ব্যক্তি। এর মানে এই যে, এদের কোনও প্রতিদ্বন্দ্বী নেই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে এই দুজনার।
BCCI-র ওয়েবসাইট অনুযায়ী, সচিব ও কোষাধ্যক্ষ পদের জন্য মনোনয়ন শনিবার বিকেল ৪টে পর্যন্ত জমা দিতে হত। আর এই সময়ের মধ্যে শুধুমাত্র দেবজিৎ সাইকিয়া ও প্রভতেজ সিং ভাটিয়াই নিজের নাম জমা দিয়েছেন।
স্থায়ী সচিবের জন্য নির্বাচন হবে BCCI-এ
উল্লেখ্য, জয় শাহ আইসিসি সভাপতি হওয়ার পর থেকে BCCI সভাপতি রজার বিন্নি দেবজিৎ সাইকিয়াকে কার্যবাহ সচিব নিযুক্ত করার জন্য নিজের সাংবিধানিক শক্তি ব্যবহার করেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের স্থায়ী সচিব নিযুক্তর জন্য নির্বাচন হওয়া অবধি দেবজিৎ সাইকিয়া এই পদে থাকবেন।