বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর প্রথমবারের মতো একই মঞ্চে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আর কয়েক ঘণ্টার মধ্যেই এশিয়া কাপের আসরে দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। এদিকে রবিবার দুপুরেও এশিয়া কাপে দুই দলের ম্যাচ বন্ধ করতে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলে চলেছেন ক্রিকেটপ্রেমীরা। তাঁদের বক্তব্য, এই ম্যাচ অনুষ্ঠিত হলে দেশের ভাবাবেগে আঘাত লাগবে। জঙ্গি হামলায় নিহতদের পরিবারের কাছে খারাপ বার্তা যাবে। এমতাবস্থায়, কেন পাকিস্তানকে বয়কট করতে পারবে না ভারত, সে প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং BCCI সচিব (Devajit Saikia On India Vs Pakistan Match)।
কেন এশিয়া কাপে পাকিস্তানকে বয়কট করতে পারল না ভারত?
ভারতীয় ক্রিকেটপ্রেমীদের রবিবারের ম্যাচ নিয়ে চরম বিরোধিতার মুখে অবশেষে বড় কথা বলে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবজিৎ জানিয়েছেন, এশিয়া কাপে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি আমরা। কারণ এটা মাল্টিন্যাশনাল টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট অলিম্পিক, ফিফার মতোই।
বোর্ড সচিব আরও জানান, এই ধরনের টুর্নামেন্ট বয়কট করলে আগামী দিনে তা দেশের ক্রীড়াক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মূলত সে কারণেই আমাদের পক্ষে এই টুর্নামেন্ট উপেক্ষা করা সম্ভব নয়। দেবজিতের সংযোজন, এটা যদি দ্বিপাক্ষিক সিরিজ হতো তাহলে আমরা সহজেই বলতে পারতাম আমরা পাকিস্তানের বিরুদ্ধে খেলব না। কিন্তু এটা বহুপাক্ষিক টুর্নামেন্ট। তাই এই টুর্নামেন্ট খেলা ছাড়া ভারতের কাছে দ্বিতীয় বিকল্প নেই।
সাইকিয়া আরও বলেন, আমরা তো আগেই জানিয়ে দিয়েছিলাম পাকিস্তানের সাথে দিপাক্ষিক সিরিজ খেলব না। সেই মতো 2012-13 মরসুম থেকে আমরা ওদের সাথে কোনও সিরিজে অংশ নিইনি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি এমনকি এশিয়া কাপের মতো এমন বড় টুর্নামেন্ট আমরা বাতিল করতে পারি না। এতে প্লেয়ারদের কেরিয়ার নিয়েও রিস্ক থাকে। সবশেষে দেবজিৎ বলেছিলেন, এশিয়া কাপের মতো টুর্নামেন্ট বয়কট করলে আন্তর্জাতিক ক্রীড়া সংগঠন ভারতীয় ক্রীড়া ফেডারেশনের বিরুদ্ধে পদক্ষেপ নিতেই পারে।
অবশ্যই পড়ুন: কমিশনের গা থেকে কলঙ্কের দাগ কি এবার মুছবে? SSC পরীক্ষায় বসে যা জানালেন রাজন্যা
উল্লেখ্য, আজ ভারতীয় সময় সন্ধ্যা 8টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ভারত বনাম পাকিস্তানের বহু বিতর্কিত ম্যাচ। তবে সেই আসরে নামার আগেই, বেশ কয়েকবার সূর্যকুমার যাদবদের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন পাক অধিনায়ক সলমান আলি আঘা। এখন দেখার, পূর্বের বড় বড় বাতেলা 22 গজের ময়দানে কতটা কার্যকর করে তুলতে পারে পাকিস্তান।