বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণে এক বালক প্রতিভাকে (Vaibhav Suryavanshi) পেয়েছে ভারতীয় ক্রিকেট। নিজের ক্রিকেট দক্ষতা দেখিয়ে গোটা বিশ্ববাসীর নজরে এসেছেন বিহারের কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশী। সম্প্রতি গুজরাতের ম্যাচে মাত্র 35 বলে সেঞ্চুরি হাঁকিয়ে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান হয়ে উঠেছেন রাজস্থান রয়্যালসের উদীয়মান তারকা।
তবে IPL-র মঞ্চে দুরন্ত ক্রিকেট দেখিয়ে খাতায় সংখ্যা বাড়ালেও বোর্ড পরীক্ষায় নাকি ডাহা ফেল করেছেন ভারতের এই হাইপ্রোফাইল কিশোর! সম্প্রতি এমন খবরেই ছেয়ে গিয়েছে নেট মহল। প্রশ্ন উঠছে, এই ঘটনা কি আদৌ সত্যি? রইল ফ্যাক্ট চেকের তথ্য।
বোর্ড পরীক্ষায় ফেল করেছেন বৈভব?
সম্প্রতি নেট মাধ্যমে হু হু করে বইছে একটি মন খারাপ করা খবর। যেখানে দাবি করা হচ্ছে, ভারতের কিশোর প্রতিভা তথা রাজস্থানের বিধ্বংসী ক্রিকেটার বৈভব সূর্যবংশী নাকি বোর্ড পরীক্ষায় ফেল করেছেন! এই খবর কতটা সত্যি? বেশ কয়েকটি সূত্র বলছে, আদতেই বৈভব ফেল করেছিলেন! জানা যাচ্ছে, দশম শ্রেণীর পরীক্ষায় সূর্যবংশীর ফল নাকি তেমন একটা স্বস্তিদায়ক ছিল না!
এমন খবর কি আদৌ ঠিক? ফ্যাক্ট চেকের তথ্য বলছে, বৈভব সূর্যবংশীর সাথে মোটেও এমনটা হয়নি। দশম শ্রেণীর পরীক্ষায় মোটেও ফেল করেননি বৈভব। তাহলে কেমন রেজাল্ট করেছেন তিনি? স্পট ভাবে বলে রাখি, বৈভব দশম শ্রেণীর পরীক্ষায় পাস করেননি! করবেনই বা কী করে? বিহারের ভূমিপুত্র তো এখন সবেমাত্র নবম শ্রেণীর ছাত্র। তাহলে আসল ঘটনাটি কী?
অবশ্যই পড়ুন: দুই বিদেশিকে হারালো KKR! কোহলিদের বিপক্ষে কোন একাদশ নিয়ে নামবেন রাহানে?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল মজার পোস্ট
আসলে নবম শ্রেণীর ছাত্র ভৈরব সূর্যবংশীকে নিয়ে মজার চলে একটি পোস্ট ভাইরাল হয় নেট দুনিয়ায়। ভাইরাল সেই পোস্টটিতে দাবি করা হয়, 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী দশম শ্রেণীর CBSE বোর্ড পরীক্ষায় ফেল করার পর, ভারতীয় ক্রিকেট বোর্ডের DRS স্টাইলে তাঁর উত্তর পত্র রিভিউ করার অনুরোধ করেছেন। আর এই পোষ্টের পরই গোটা বিষয়টিকে একেবারে সিরিয়াস ভাবে নিয়ে নিয়েছেন নেট নাগরিকরা। আর এরপরই সূর্যবংশীকে নিয়ে শুরু হয় দেদার ট্রোল! যদিও সচেতন নেটিজেনদের অনেকেই, বিষয়টিকে উড়িয়ে দিয়েছিলেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |