পাকিস্তানের জার্সি গায়ে চাপালেন আনোয়ার আলি! এক ছবিতেই তোলপাড় নেট দুনিয়া

Published on:

Distorted photo of Anwar Ali wearing Pakistan jersey posted on the internet

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার তিনি। বর্তমানে রয়েছেন ইস্টবেঙ্গল শিবিরে। তবে দল বদলের বাজারে মাঝে ঘুরে এসেছিলেন বাগান শিবির থেকেও। এবার সেই দাপুটে ফুটবলার আনোয়ার আলির (Anwar Ali) গায়ে পাকিস্তানের জার্সি! না, তিনি নিজে যেচে সেই জার্সি গায়ে তোলেননি। আর তুলবেনই বা কেন?

আসলে ভারতীয় দলের তরুণ ডিফেন্ডারের ছবি বিকৃত করা হয়েছে। জানা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় লাল হলুদ তারকার ছবিতে কারসাজি করে ইস্টবেঙ্গল জার্সি বদলে তা পাকিস্তানের জাতীয় দলের জার্সি করে দেওয়া হয়েছে। আর সেসব নিয়েই এখন তোলপাড় সমাজ মাধ্যম।

আনোয়ারের গায়ে পাকিস্তানের জার্সি!

গত মরসুমে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে হাতে পতাকা নিয়ে একেবারে টানটান হয়ে দাঁড়িয়ে রয়েছেন জাতীয় দলের তুখোড় ডিফেন্ডার আনোয়ার আলি। তবে তার ঠিক পাশাপাশি যদি পাকিস্তানের জার্সি গায়ে আনোয়ারের বিকৃত ছবিটিকে রাখা যায় সেক্ষেত্রে বোঝা যাবে, এই দুটি ছবি গঠনের দিক থেকে এক, এর অর্থ গোটা ছবিটাকেই বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন কোনও এক বুদ্ধিভ্রষ্ট ব্যক্তি!

সোশ্যাল মিডিয়া ঘেঁটে জানা গেল, সাগ্নিক নামক এক ব্যক্তি আনোয়ারের সেই ছবি নেট দুনিয়ায় পোস্ট করে লিখেছেন, আমাদের জাতীয় দলের বর্তমান ভারতীয় বংশোদ্ভুত বিদেশি ফুটবলার? বলা বাহুল্য, থাইল্যান্ড ও হংকংয়ের মতো দলের কাছে ভারতীয় দলের পরাজয়ের পর বিদেশে থাকা বহু ভারতীয় বংশোদ্ভুত খেলোয়াড়দের জাতীয় দলের সুযোগ দেওয়ার জল্পনা বেড়েছে। আর সেই আবাহেই আনোয়ারের বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বীরত্ব দেখাতে চাইছেন অনেকেই!

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

 

অবশ্যই পড়ুন: মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে তলানিতে সোনার দাম, রুপো নিয়ে বিরাট সুখবর! আজকের রেট

নেট নাগরিকদের প্রতিক্রিয়া

সোশ্যাল মিডিয়ায় লাল হলুদ তারকাকে পাকিস্তানের খেলোয়াড় হিসেবে দেখিয়ে যে ছবি পোস্ট করা হয়েছে তাতে বেজায় ক্ষুব্ধ লাল হলুদ জনতা। তাছাড়াও আনোয়ার সমর্থকদের একটা বড় অংশ গোটা বিষয়টির বিরোধিতা করছেন। জানা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের ফুটবলারকে নিয়ে এমন পোস্টের পর বহু ফুটবল বিশেষজ্ঞ বলছেন, এমন কর্মকাণ্ড সত্যিই মেনে নেওয়া যায় না! সব মিলিয়ে, লাল হলুদ তারকার অসম্মান মানতে পারছেন না কেউই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥