ধোনি আউট হতেই আজব প্রতিক্রিয়া, কে এই ভাইরাল গার্ল? সামনে এল পরিচয়

Published on:

Do you know this woman who went viral after reacting to Dhoni's wicket in the IPL 2025 match?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের গত রবিবারের ম্যাচে (IPL 2025) বহু মোমেন্টাম উপভোগ করেছেন দর্শকরা। তবে রবিবাসরীয় ম্যাচে চেন্নাইয়ের হারের প্রাক্কালে মহেন্দ্র সিং ধোনির উইকেটে প্রতিক্রিয়া জানিয়ে নেট নাগরিকদের নজরে এসেছেন এক রহস্যময়ী তরুণী।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এদিন মাহি আউট হয়ে মাঠ ছাড়ছিলেন ঠিক সেই সময়ে, হাত উঁচিয়ে প্রতিক্রিয়া জানান ওই চেন্নাই সাপোর্টার। আর এরপরই তরুণীর আসল পরিচয় জানতে উদগ্রীব হয়ে উঠেছেন নেট নাগরিকরা। খুব সম্ভবত 20 অনূর্ধ্ব ওই মহিলা অনুরাগীর ব্যক্তিগত জীবন নিয়েও বেশ কাটাছেঁড়া চলছে। চলুন আজকের প্রতিবেদনে জেনে নিই মাহির উইকেটে প্রতিক্রিয়া জানিয়ে ভাইরাল হওয়া তরুণীর আসল পরিচয়।

ঠিক কী ঘটেছিল?

গত রবিবার গুয়াহাটির ময়দানে রাজস্থান বনাম চেন্নাইয়ের ম্যাচ চলাকালীন ক্যামেরার চোখে ধরা পড়েন এক CSK সাপোর্টার। বিষয়টা খোলসা করে বলতে গেলে, রাজস্থানের 183 রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে হিমশিম খাচ্ছিল চেন্নাই, ঠিক সেই মুহূর্তে মূর্তিমান স্বয়ং মহেন্দ্র সিং ধোনি ব্যাট করছিলেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এমন সময়ে RR বোলার সন্দীপ শর্মার হাতে উইকেট দিয়ে প্যাভিলিয়নে ফিরে আসছিলেন ধোনি, ঠিক সেই মোক্ষম মুহুর্তে ক্যামেরা গ্যালারির দিকে ঘোরাতেই হলুদ পোশাক পরিহিত এক মহিলাকে হাত উঁচিয়ে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। আর এরপর থেকেই ওই তরুণীর পরিচয় জানতে উঠেপড়ে লেগেছেন নেট নাগরিকরা।

কে এই রহস্যময়ী তরুণী?

গুয়াহাটির বর্ষপাড়া স্টেডিয়ামে ধোনির উইকেটে প্রতিক্রিয়া জানানো তরুণীকে নিয়ে জোর আলোচনা চলছে নেট পাড়ায়। জানা গিয়েছে, সমাজ মাধ্যমে গা ভাসিয়ে ওই তরুণীর প্রতিক্রিয়ার ভিডিও ব্যাপক সাড়া ফেলেছে। যার জেরে তরুণীর ইনস্টাগ্রাম অ্যাকেউন্টে অনুরাগীর সংখ্যা হু হু করে বাড়ছে।

জানিয়ে রাখি, ধোনির উইকেটে প্রতিক্রিয়া জানিয়ে ভাইরাল হওয়া ওই রহস্যময়ী তরুণীর নাম আর্যপ্রিয়া ভুঁইয়া। জানা গিয়েছে, 19 বছর বয়সি আর্যপ্রিয়া চেন্নাই সুপার কিংসের সমর্থক। খোঁজ নিয়ে জানা গেল, গুয়াহাটির বাসিন্দা র্য নাকি দিদির সুবাদে ক্রিকেট দেখা শুরু করেন। তবে যবে থেকে 22 গজ সম্পর্কে বুঝতে শুরু করলেন, তবে থেকেই নাকি তিনি চেন্নাইয়ের সমর্থক।

জানা যায়, আর্যপ্রিয়া বিশেষত মহির ভক্ত!অনেকেই অনুমান করেছেন, প্রিয় তারকাকে আউট হতে দেখে মেনে নিতে পারেননি তিনি, তাই ক্যামেরার তোয়াক্কা না করে প্রতিক্রিয়া জানিয়ে ফেলেছিলেন।

অবশ্যই পড়ুন: IPL-এ এই কীর্তি গড়া প্রথম প্লেয়ার হলেন নারিন, ইতিহাস KKR প্লেয়ারের

উল্লেখ্য, RR বনাম CSK ম্যাচের আগে আর্যপ্রিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ছিল 1 হাজারেরও কম। তবে জানা যাচ্ছে, মাহির উইকেটে আজব প্রতিক্রিয়া জানিয়ে বর্তমানে তাঁর অনুরাগীর সংখ্যা 37 হাজারে দাঁড়িয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group