বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সাথে চলমান সংঘাতের মাঝে বৃহস্পতিবার আচমকা ড্রোন হামলায় তছনছ হয়ে যায় পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম (Rawalpindi Stadium)! জানা গিয়েছে, কয়েক হাজার কোটি রুপি খরচ করে এই স্টেডিয়ামটি সংস্কার করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে আপাতত তার অবস্থা একেবারে ধ্বংসপ্রায়! গত বৃহস্পতিবার রাত 8টা নাগাদ পেশোয়ার বনাম করাচি দলের PSL ম্যাচ হওয়ার কথা ছিল, তবে খেলা শুরু হওয়ার প্রাক্কালে স্টেডিয়ামে ড্রোন আছড়ে পড়ায় স্থগিত হয়ে যায় সেই ম্যাচ।
রওয়ালপিন্ডি স্টেডিয়ামের সংস্কারে 1500 কোটি রুপি খরচ করে PCB
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম ও রিপোর্ট মারফত যা খবর, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের 2025 চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের আগে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামটির সংস্কারের কাজ শেষ হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোটা স্টেডিয়াম কার্যত নতুনভাবে সংস্কার করতে কমপক্ষে 1500 পাকিস্তানি রুপি অর্থাৎ ভারতীয় মুদ্রায় 450 কোটি রুপির বেশি অর্থ খরচ করেছিল PCB।
জানা যায়, স্টেডিয়ামে শুধু ফ্লাডলাইট প্রতিস্থাপনের জন্য কমপক্ষে 393 কোটি ব্যয় করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। মূলত 350টি এলইডি লাইট দিয়ে তৈরি হয়েছিল স্টেডিয়ামের ওই ফ্লাডলাইট। এছাড়াও মূল ভবন, গেস্ট বক্স ও শৌচাগার সংস্কারের ক্ষেত্রে 40 কোটি টাকা খরচ হয় পাকিস্তান ক্রিকেটের। একই সাথে, একেবারে নতুন ডিজিটাল স্ক্রিনের জন্য 330 কোটি রুপি খরচ করেছিল পাকিস্তান। তাছাড়াও দর্শকদের বসার জন্য নতুন আসন বসাতে খরচ পড়েছিল 272 মিলিয়ন রুপি। তবে ড্রোন হামলার কারণে স্টেডিয়ামটির বড় অংশ কার্যত গুঁড়িয়ে গিয়েছে বলা যায়।
অবশ্যই পড়ুন: এবার WhatsApp থেকেই জমা করা যাবে LIC-র প্রিমিয়াম, জেনে নিন পদ্ধতি
প্রসঙ্গত, ভারতের সাথে চলমান সংঘাত ও আচমকা স্টেডিয়ামে ড্রোন হামলার কারণে সার্বিক দিক মাথায় রেখে PSL-র বাকি ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে বিপুল অর্থ খরচ করে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামটিকে আবারও নতুন করে সাজানো যাবে কিনা তা এই মুহূর্তে মাথায় আনারও সুযোগ নেই কাঙাল পাকিস্তানের!