টুর্নামেন্ট শুরুর আগেই বড় চমক! দর্শকদের বিনামূল্যে টিকিট বিতরণের সিদ্ধান্ত নিল ডুরান্ড কমিটি

Published on:

Durand Cup 2025 Committee decides to distribute free tickets for Jamshedpur's July 24 match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ডের আগেই এল সুখবর। ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য বড় সিদ্ধান্ত নিল ডুরান্ড কাপ কমিটি। জানা যাচ্ছে, 23 জুলাই কলকাতায় উদ্বোধনী অনুষ্ঠানের পরের দিন অর্থাৎ 24 জুলাই ইস্পাত নগরীর জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে দুর্ধর্ষ ম্যাচ রয়েছে জামশেদপুর এফসি বনাম বিদেশি সেনাবাহিনীর ফুটবল দলের। শোনা যাচ্ছে, এই ম্যাচেই দর্শকদের জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা রেখেছে ডুরান্ড কাপ কর্তৃপক্ষ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিনামূল্যে টিকিট পাবেন 22 হাজারেরও বেশি মানুষ

134তম ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের ঠিক প্রাক্কালে, ডুরান্ড কাপ কমিটির তরফে স্পষ্ট জানানো হয়েছে, জামশেদপুর এফসি বনাম বিদেশি সেনাবাহিনীর ফুটবল দলের হাই ভোল্টেজ ম্যাচের দিন বিনামূল্যে টিকিট পাবেন 22,500 জন ফুটবল প্রেমী। হ্যাঁ, কমিটি জানায়, এদিন 22,500 আসন বিশিষ্ট স্টেডিয়ামের একটি সিটও খালি থাকবে না। কারণ প্রত্যেকটি সিট ওই দিনের জন্য সম্পূর্ণ ফ্রিতে পাবেন দর্শকরা।

হঠাৎ কেন এমন উদ্যোগ?

ভারতের ঐতিহ্যপূর্ণ ফুটবল টুর্নামেন্ট অর্থাৎ ডুরান্ড কাপে জামশেদপুর বনাম বিদেশি সেনাবাহিনীর দলের ম্যাচ হঠাৎ কেন বিনামূল্যে দেখার সুযোগ দিচ্ছেন উদ্যোক্তারা? খোঁজ নিয়ে জানা গেল, মূলত শহরের ফুটবলপ্রেমীদের ফুটবলের প্রতি আবেগকে সম্মান জানাতে, স্টেডিয়ামে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করতে ও ফুটবল পাগল মানুষদের আনন্দ দিতেই এমন পদক্ষেপ নিয়েছে ডুরান্ড কাপ কর্তৃপক্ষ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

 

অবশ্যই পড়ুন: হঠাৎ একে অপরকে আনফলো করলেন হার্দিক এবং জ্যাসমিন, ফের সম্পর্ক ভাঙল পান্ডিয়ার?

কবে কবে বিতরণ করা হবে টিকিট?

শহরের ফুটবলপ্রেমীদের জামশেদপুর বনাম বিদেশি সেনাবাহিনীর দলের দুর্ধর্ষ লড়াইয়ের সাক্ষী রাখতে আগামী 23 জুলাই অর্থাৎ উদ্বোধনের দিন ও ম্যাচের আগে, 24 জুলাই জামশেদপুরের জেআরডি স্টেডিয়ামের বক্স অফিস থেকে টিকিট বিতরণ করা হবে। সূত্রের খবর, একজন ব্যক্তি সর্বাধিক চারটি টিকিট পেতে পারেন। আসলে নির্দিষ্ট সংখ্যক টিকিট থাকায় ফুটবল ভক্তদের আগেভাগে স্টেডিয়ামের বক্স অফিসে উপস্থিত হওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group