৫ রাজ্যের ৬ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ডুরান্ড কাপের ম্যাচ! কবে থেকে? এল তালিকা

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঐতিহ্যের ডুরান্ড কাপ (Durand Cup 2025) দিয়েই শুরু হবে নতুন মরসুম। সেই মতো আগেই প্রস্তাবিত ফুটবল ক্যালেন্ডার ক্লাব ও ফ্রাঞ্চাইজিগুলির কাছে পাঠিয়ে দিয়েছিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্টের উদ্বোধন আগামী 22 জুলাই, মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে 23 আগস্ট, কলকাতায়। মোট 6 ভেন্যুতে অনুষ্ঠিত হবে ডুরান্ড কাপের ম্যাচ। সেই সাথে, 24টি দল এই আসরে অংশ নেবে। গত রবিবার সেই মর্মে সরকারি ঘোষণা দিয়েছেন আয়োজকরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

134 বছরে পা দিচ্ছে ঐতিহ্যের ডুরান্ড কাপ

এশিয়ার সবচেয়ে পুরনো অর্থাৎ প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের বয়স নেই নেই করে একেবারে কম হয়নি! মেঘে মেঘে বেলা হয়েছে অনেকটাই! জুলাই থেকে শুরু হতে যাওয়া ডুরান্ড কাপ টুর্নামেন্ট এবছর 134 তম বর্ষে পদার্পণ করবে। সেই সূত্রেই, এশীয় মহাদেশের ফুটবলীয় ঐতিহ্য আরও কয়েকগুণ বাড়ল বলেই মনে করছেন বাঘা বাঘা ফুটবল বিশেষজ্ঞ।

কোন কোন ভেন্যুতে হবে ডুরান্ডের ম্যাচ?

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রাচীনতম ডুরান্ড কাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হতে চলেছে মোট 5 রাজ্যে। তালিকায় পশ্চিমবঙ্গ সহ নাম রয়েছে মনিপুর, মেঘালয়, অসম ও ঝাড়খণ্ডের। সরকারি ঘোষণা অনুযায়ী, জুলাইয়ে শুরু হতে যাওয়া ডুরান্ড কাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স (জামশেদপুর) অথবা মোরহাবাদি স্টেডিয়াম (রাঁচি), ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়াম, শিলংয়ের জওহর লাল নেহেরু স্টেডিয়াম ও সাই স্টেডিয়াম (কোকরাঝাড়)।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অবশ্যই পড়ুন: এলিমিনেটর ম্যাচের আগেই বিরাট ক্ষতি হয়ে গেল MI-র! পন্ডিয়ার দল ছাড়লেন ৩ বিদেশি

উল্লেখ্য, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ডুরান্ড কাপের সফল দল মোহনবাগান। তবে গত মরসুমে নর্থইস্ট ইউনাইটেডের কাছে ট্রাই ব্রেকারে ফাইনাল হারে সবুজ মেরুন। তবে বলে রাখি, গত সিজেনে স্বপ্নভঙ্গ হলেও 17 বারের ডুরান্ড জয়ী বাগান। অন্যদিকে একবার কম 16 বারের চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group