বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেখ জায়েদ স্টেডিয়ামে সোমবার টেবিল টপার ডেজার্ট ভাইপার্সকে গুড়িয়ে দিয়েছে এমআই এমিরেটস। নেপথ্যে প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স তারকার বিধ্বংসী ব্যাটিং। এদিন ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি ম্যাচে ভাইপার্সদের ব্যাটিং ঝড়ের দাপট দেখিয়ে 105 রানের ইনিংস গড়েছেন নাইট শিবিরের প্রাক্তন সদস্য টম ব্যান্টন। যার জেরে বিরাট রানের লক্ষ্য বেঁধে শত্রু শিবিরের পথের কাঁটা হয়ে দাঁড়ায় এমআই। অন্যদিকে দলের রান সংখ্যা সেঞ্চুরি ছোঁয়ার আগেই 74-এ গুটিয়ে যায় স্যাম কারান বাহিনী।
টপ অর্ডারে ভর করে 200-র গণ্ডি পার করে এমিরেটস
সোমবার দুবাইয়ের মাটিতে ডেজার্ট ভাইপার্সের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে 200 উর্ধ্ব রানের লক্ষ্য বাঁধার সাহস যুগিয়েছিল দলের টপ অর্ডার। এদিন দলের টপ অর্ডার ব্যাটারদের দুর্দান্ত পারফরমেন্সের ওপর ভর করে 200 রানের গন্ডি টপকে যায় এমআই এমিরেটস। লক্ষ্য হয়ে দাঁড়ায় 229। তবে সেই রান তাড়া করতে নেমে 154 রান পিছনে ফেলে মাত্র 74 রানে অলআউট হয়ে যায় ডেজার্ট ভাইপার্স। গতকাল নিজের দুর্ধর্ষ ইনিংসের জন্য ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এমআই এমিরেটসের বিশ্বস্ত ব্যাটসম্যান তথা প্রাক্তন KKR তারকা ব্যান্টন।
ব্যান্টনের ঝড়ো সেঞ্চুরি
সোমবার ম্যাচের শুরুতে টস ভাগ্য ফিরেছিল স্যাম কারানদের দিকে। সেই সুবাদে পছন্দ হিসেবে বোলিং বেছে নিয়ে এমআই এমিরেটসদের ব্যাট করতে পাঠায় ডেজার্ট ভাইপার্স। দলের হয়ে প্রথমে ওপেনিং করতে নেমে মারকাটারি ইনিংস শুরু করেন অ্যান্দ্রে ফ্লেচার। তবে যাঁর অংশীদারিত্বে ভর করে সাহসী পদক্ষেপ নিচ্ছিলেন তিনি সেই মহম্মদ ওয়াসিম 19 রান করে সাজঘরে ফিরলে সরল ভঙ্গিমায় মাঠ দখল করেন ইংলিশ তারকা টম ব্যান্টন। এরপরই স্যাম কারানসহ মহম্মদ আমির, ড্যান লরেন্সদের মতো বোলারকে ছাতু করে 9টি চার ও 7টি ছয় সহযোগে মাত্র 55 বলে 105 রান তোলেন ব্যান্টন।
নিশ্চিত শতরান হাত ফসকেছে ফ্লেচারের
গতকাল ভাইপার্স বাহিনীর বিরুদ্ধে দলের দায়িত্ব একার কাঁধেই তুলে নিয়েছিলেন এমআই এমিরেটসের দুই তারকা ব্যাটার। এদিন ব্যান্টনের পাশাপাশি ফ্লেচারের ঝোড়ো ইনিংসে ভর করে কারানদের বড় রানের লক্ষ্য ছুঁড়ে দেয় এমআই। তবে শেষ পর্যন্ত দলের ঝুলিতে সাফল্য এলেও অল্পের জন্য হাতছাড়া হয়েছে অ্যান্দ্রে ফ্লেচারের প্রায় নিশ্চিত সেঞ্চুরি। সোমবার 50 বল খেলে 10টি চার ও 3টি ছয় সহযোগে 96 রান হাঁকিয়েছিলেন ফ্লেচার। তবে ভাগ্যের ফের শেষ পর্যন্ত অপরাজিত থেকেও 4 রান যোগ করে শতরান ছোঁয়া হয়নি তাঁর।
অবশ্যই পড়ুন: বিশ্বের একমাত্র মুরগি, যে কাটা মাথায় বেঁচেছিল ১৮ মাস! টিকিট কেটে দেখত লোকে
আক্রমণাত্মক বোলিং জিতিয়েছে এমিরেটসদের
শত্রুপক্ষের ঠিক করে দেওয়া লক্ষ্যকে পাখির চোখ করে দূরের গন্তব্য পাড়ি দিতে নেমেছিলেন ডেজার্ট ভাইপার্সের ছেলেরা। তবে এমআই এমিরেটসের আক্রমণাত্মক বোলিং এদিন প্রতিপক্ষের উইকেটে দখল জমিয়ে রেখেছিল। সোমবার টেবিল টপার দলের ভাগ্য যে একেবারেই সহায় ছিল না একথা বুঝিয়ে দিয়েছে দলের খেলোয়াড়দের দুর্বল পারফরমেন্স। সোমবার ভাইপার্সের হয়ে কোনও ব্যাটারই 20 রানের গন্ডি টপকাতে পারেননি। পরিবর্তে এমআই এমিরেটসের মহম্মদ রোহিদ এবং আলজারি জোসেফ 3টি করে উইকেট নিয়েছেন। এছাড়াও আফগান বোলার ফজলহক ফারুকী 2টি ও ড্যানিয়েল মাউসলে 2টি উইকেট তুলেছেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |