অস্কার নন, লাল হলুদের সেরা কোচ কুয়াদ্রাত! দেখুন ইস্টবেঙ্গলের সর্বকালের সেরা একাদশ

Published on:

East Bengal All Time Best ISL Playing XI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইস্টবেঙ্গল আসলে বাঘেদের দল, কথাগুলো প্রায়শই শোনা যায়, লাল হলুদ জনতার মুখে। তবে সাম্প্রতিক বছরগুলিতে কলকাতার সেই ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গলের ফুটবল শৈলীর ছাপ খুব একটা নেই ক্রীড়া প্রেমীদের হৃদয়ে। হ্যাঁ, আছে শুধু ব্যর্থতার স্মৃতি! 2020-21 মরসুমের হাত ধরে ভারতের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL এ যাত্রা শুরু হয় ইস্টবেঙ্গল এফসির।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে দুঃখের বিষয়, কলকাতার নামজাদা ফুটবল দল হওয়া সত্বেও বিগত ইন্ডিয়ান সুপার লিগ সিজনগুলিতে একবারও প্লে অফে জায়গা করতে পারেনি লাল হলুদ। তবে বিগত বছরগুলিতে পয়েন্ট তালিকার তলানিতে থেকে যাত্রা শেষ করলেও দীর্ঘ সময়ের মধ্যে বহু তাবড় তাবড় ফুটবলারকে দলে টেনে দেখিয়ে দিয়েছে বাগান প্রতিবেশী। আর সেই সূত্র ধরেই এবার ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলের সর্বকালের সেরা একাদশ ঘোষণা করল ISL কর্তৃপক্ষ। কাদের জায়গা হল সেই একাদশে? দেখে নিন।

সেরা গোলরক্ষক

ইস্টবেঙ্গলের ইন্ডিয়ান সুপার লিগ কেরিয়ারে একাধিক তারকা গোলকিপারের মাঝে উঠে এসেছে প্রভসুখন সিং গিলের নাম। কেরালা ব্লাস্টার্সের হয়ে দাপুটে পারফরমেন্স দেখানোর পর 2023 সালে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন এই ভারতীয় গোলকিপার। এবার তাঁরই জায়গা হল লাল হলুদের সর্বকালের সেরা একাদশে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সেরা রাইট ব্যাক

ইস্টবেঙ্গলের সর্বকালের শ্রেষ্ঠ একাদশে সেরা রাইট ব্যাক অর্থাৎ লাল হলুদের রক্ষণ দুর্বলতা কমিয়ে নিজের জায়গা আদায় করে নিয়েছেন 2022 সাল থেকে পরিচিত মুখ মহম্মদ রাকিপ।

সেরা লেফট ব্যাক

ইস্টবেঙ্গলে বহু তাবড় তাবড় লেফট ব্যাক এলেও সর্বকালের শ্রেষ্ঠ একাদশে জায়গা হয়েছে নিশু কুমারের। হ্যাঁ, লাল হলুদের হয়ে 20 ম্যাচে 2টি ক্লিন শিট, 17 বার ড্রিবল ও 10টি দুর্দান্ত সুযোগ তৈরি করে সার্চলাইট নিজের দিকে ঘুরিয়েছেন এই তারকা।

সেরা সেন্টার ব্যাক

ইস্টবেঙ্গলের ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে এখনও পর্যন্ত বহু সেন্টার ব্যাকের সাথে পরিচিত হয়েছেন ভক্তরা। তবে যদি সর্বকালের শ্রেষ্ঠ একাদশের কথা বলা হয় তবে ইস্টবেঙ্গলের সেই প্রধান একাদশে জায়গা হবে হিজাজি মাহের ও লালচুননুঙ্গার। ISL কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত সেরা লাল হলুদ একাদশে ঠাঁই হয়েছে দুজনেরই।

সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার

ইস্টবেঙ্গলের ইন্ডিয়ান সুপার লিগের দীর্ঘ যাত্রায় সৌভিক চক্রবর্তী বহুদিনের সঙ্গী। আর সেই সূত্র ধরেই নিজের অনবদ্য ফুটবল শৈলী দেখিয়ে লাল হলুদের সর্বকালের সেরা একাদশে জায়গা পেয়েছেন সদ্য আরও 2 বছরের জন্য লাল হলুদে থেকে যাওয়া বঙ্গসন্তান সৌভিক চক্রবর্তী।

সেন্ট্রাল মিডফিল্ডার

সেরা সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে ইস্টবেঙ্গলের সর্বকালের শ্রেষ্ঠ ISL একাদশে জায়গা পেয়েছেন সাউল ক্রেসপো। 2023 সালে ইস্টবেঙ্গলে যোগ দেওয়া এই স্প্যানিশ মিডফিল্ডার লাল হলুদের আক্রমণে গতি আনার জন্য পরিচিত।

লেফট মিডফিল্ডার

লেফট মিডফিল্ডার হিসেবে ইস্টবেঙ্গলের সর্বকালের সেরা একাদশে জায়গা পেয়েছেন নাওরেম মহেশ সিং। মূলত বাম দিক থেকে শত্রুপক্ষের গলার টুটি চেপে ধরার ক্ষমতা রয়েছে এই তারকার!

রাইট মিডফিল্ডার

ইস্টবেঙ্গলের সর্বকালের সেরা একাদশে রাইট মিডফিল্ডার হিসেবে নিজের অবস্থান পোক্ত করেছেন পিভি বিষ্ণু। 2023 সালে ইন্ডিয়ান সুপার লিগে অভিষেকের পর থেকেই নিজের ফুটবল দক্ষতা দেখিয়ে ভক্তদের নজর কেড়ে এসেছেন তিনি।

সেরা ফরোয়ার্ড

ISL কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত ইস্টবেঙ্গলের সর্বকালের সেরা একাদশে শ্রেষ্ঠ ফরোয়ার্ড হিসেবে জায়গা হয়েছে কোচ অস্কারের সাথে মনোমালিন্যের কারণে দল থেকে বেরিয়ে যাওয়া, ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভার।

অবশ্যই পড়ুন: ইংল্যান্ডের ঘরের মাঠে দাদাগিরি ১৪ বছরের বৈভব সূর্যবংশীর! গড়লেন ৫ খতরনাক রেকর্ড

উল্লেখ্য, খেলোয়াড়দের সর্বকালের সেরা একাদশের পাশাপাশি ইস্টবেঙ্গলের সর্ব সেরা কোচ হিসেবে স্বীকৃতি পেয়েছেন প্রাক্তন হেড স্যার কার্লেস কুয়াদ্রাত। 2023-24 সিজনে এই স্প্যানিশ মহারথী লাল হলুদের দায়িত্ব নেওয়ার পরই দীর্ঘ 12 বছরের অপেক্ষা কাটিয়ে কলিঙ্গ সুপার কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। তবে এই কথা ঠিক যে, কলিঙ্গ সুপার কাপে খেল দেখালেও ইন্ডিয়ান সুপার লিগের মূল আসরে তাঁর অধীনেই ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছিল লাল হলুদ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group