বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ইন্ডিয়ান সুপার লিগ মরসুমে (ISL 2024-25) অনবদ্য ফুটবল দেখিয়ে দর্শকদের মনে জায়গা পাকা করেছেন ISL দলগুলির ফুটবলাররা। সেই তালিকায় নাম রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু থেকে শুরু করে অন্যান্য বেশ কিছু ফুটবল দলের খেলোয়াড়দের। মূলত দলবদ্ধভাবে আক্রমণে আসল কাজটা করেন দলের ফরোয়ার্ডরাই।
তাঁদের গোছানো ফুটবল আগ্রাসী মনোভাবে নিয়েই শেষ মরসুমে দাপট দেখিয়েছিল বহু দল। বেঙ্গালুরুর সুনীল ছেত্রী থেকে শুরু করে বাগানের জেমি ম্যাকলারেন ও কেরলের ইয়েসুস জিমিনিজের মতো ফুটবলাররা ক্লাব কর্তাদের আশা পূরণ করে নিজেদের জাত চিনিয়েছিলেন। এবার তাঁদেরই ফ্যানস টিম অফ দ্য সিজনের সেরা ফরোয়ার্ড ক্যাটাগরিতে জায়গা দেওয়া হয়েছে।
বলা বাহুল্য, ইতিমধ্যেই টিম অব দ্য সিজনের প্রথম ও দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ শেষ। এখন সময়, আক্রমণভাগ সাজিয়ে তোলার, আর সেই সূত্রেই নির্ধারিত ফরোয়ার্ডদের বেছে নিতে পারবেন ভক্তরা। জানিয়ে রাখি, প্রথম দুই পর্বের ভোট গ্রহণ শেষ হলেও আগামী 13 মে পর্যন্ত বাকি পর্বের ভোট গ্রহণ চলবে।
ফরোয়ার্ড ক্যাটাগরিতে মনোনীত খেলোয়াড়-
স্ট্রাইকারদের তালিকা
সুনীল ছেত্রী
বেঙ্গালুরু এফসির অন্যতম দুরন্ত স্ট্রাইকার সুনীল ছেত্রী শেষ মরসুমে 14 গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠেছেন। এছাড়াও মরসুমের বদলি হিসেবে সর্বোচ্চ 6 গোল করেছেন ছেত্রী। তিনিই ফরোয়ার্ড ক্যাটাগরিতে প্রথম পছন্দ।
ইয়েসুস জিমিনিজ
কেরল ব্লাস্টার্স এফসির অন্যতম তুখড় ফুটবলার জিমিনিজ এ যাত্রায় দক্ষিণী ক্লাবের হয়ে অভিষেকেই 11 গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠেছেন। জানিয়ে রাখি, অন্তত 10টি শট নেওয়া খেলোয়াড়দের মধ্যে তিনি দ্বিতীয় সর্বোচ্চ খেলোয়াড় যিনি 25.6 শতাংশ শট গোলে রূপান্তরিত করেছেন।
স্ট্রাইকারদের তালিকায় দুই মোহনবাগান তারকা
সেরা ফরোয়ার্ড হিসেবে ক্যাটাগরিতে রাখা হয়েছে মোহনবাগানের অজি ফুটবলার জেমি ম্যাকলারেন ও জেসন কামিংসকে। গত মরসুমে 7টি ম্যাচ জেতানো গোল করেছেন জেমি। আসলে জেমির পায়ে যে ম্যাচে গোল এসেছে, সেই আসরেই জিতেছে মোহনবাগান। এছাড়াও স্ট্রাইকারের তালিকায় রয়েছে কামিংসের নাম। যিনি সবুজ মেরুনের হয়ে বেঞ্চ থেকে এসে 3 গোল 2 অ্যাসিস্ট করে দেখিয়েছেন। এছাড়াও টানা 5 প্লে অফ ম্যাচে গোল করে ইতিহাস গড়েছেন তিনি।
রাইট উইঙ্গার
রায়ান উইলিয়ামস
গত সিজনে মোট 7 গোল ও 4 অ্যাসিস্ট করে 35 বার সুযোগ তৈরি করেছেন বেঙ্গালুরু এফসির এই ফুটবলার। এছাড়াও 27টি সফল ড্রিবল ও 105টি ডুয়েল দিতেছেন এই তারকা।
জেথিন এমএস
81টি দুর্দান্ত সুযোগ, 28টি ড্রিবল ও 36টি গুরুত্বপূর্ণ পাস দিয়ে এ যাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নর্থইস্ট ইউনাইটেড এফসির এই ফুটবলার।
মোহনবাগানের মনবীর
গত সিজনে 9টি গোল, 96টি বল রিকভারি, 129টি ডুয়েল জয় ও 23টি পাস দিয়ে সবুজ মেরুনের হয়ে বড় অবদান রেখেছেন জাতীয় দলের ফুটবলার মানবীর সিং।
তালিকায় ইস্টবেঙ্গল তারকা
সেরা রাইট সিঙ্গার হিসেবে ফরোয়ার্ড তালিকায় মনোনীত হয়েছেন ইস্টবেঙ্গলের তরুণ প্রতিভা তথা 7 গোল, 38টি ড্রিবল, 155টি ডুয়েল ও 15 সুযোগ সৃষ্টিকারী পিভি বিষ্ণু।
অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলে জাতীয় দলের তুখড় উইঙ্গার, পিভি বিষ্ণুর পর আরেক চমক
উল্লেখ্য, ভক্তদের ভোট পর্বের শেষ দফার আগে স্ট্রাইকার ও রাইট উইঙ্গার ছাড়াও লেফট উইঙ্গার হিসেবে আলাদিন আজেরাই, কেরলের নোয়া সাদাউই, গোয়ার ইকের গুয়ারৎজেনা ও চেন্নাইয়ের ইরফান তালিকায় মনোনীত হয়েছেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |