কন্যাশ্রী কাপে ১৪ গোলে তাণ্ডব চালাল ইস্টবেঙ্গল! হ্যাটট্রিক ৩ দস্যি মেয়ের

Published on:

East Bengal beat Sarojini Naidu OSC 14-1 in Kanyashree Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কাছে হারের যন্ত্রণা কাটিয়ে জয়ে ফিরল ইস্টবেঙ্গল (East Bengal)। তবে এক-দুই গোলে নয়, একেবারে 14 গোলে প্রতিপক্ষ সরোজিনী নাইডু ওএসসিকে গুঁড়িয়ে দিল লাল হলুদের মেয়েরা।

14-1 গোলে স্মরণীয় জয় ইস্টবেঙ্গলের

শুক্রবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে প্রতিপক্ষ সরোজিনী নাইডু ওএসসির মেয়েদের বিপক্ষে মাঝ মাঠে জাতের খেলা দেখিয়েছিলেন কলকাতা ময়দানের প্রধান ইস্টবেঙ্গলের মেয়েরা। এদিন, সরোজিনীর নারীদের বলে বলে গোল খাইয়ে দাপুটে জয় তুলে নেয় মশাল ব্রিগেড।

আর এই জয়ের ম্যাচে হ্যাটট্রিক গড়ে ইস্টবেঙ্গলের জয়ে ফেরার যাত্রাটা রাঙিয়ে দিয়েছেন 3 নারী প্রতিভা। বলা বাহুল্য, সরোজিনীর ফুটবলারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে লাল হলুদের হয়ে হ্যাটট্রিক করেছেন দেবলীনা ভট্টাচার্য, কার্তিকা অঙ্গমুথু ও অষ্টম ওঁরাও।

3 দিগপাল নারী ফুটবলারের পাশাপাশি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দুটি করে গোল পেয়েছেন দস্যি মেয়ে সুস্মিতা লেপচা। একইভাবে একটি করে গোল করে লাল হলুদের বোর্ডে সংখ্যা বাড়িয়েছেন সুস্মিতা বর্ধন, প্রিয়াঙ্কা সুজিশ ও সাথী দেবনাথ। যার জেরে কন্যাশ্রী কাপে 14 গোলের নজির গড়েছে লাল হলুদ।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: IPL অনুষ্ঠিত হবে এই দেশে! BCCI-র কাছে গেল প্রস্তাব

এক নজরে ইস্টবেঙ্গলের বিগত ম্যাচগুলি

কন্যাশ্রী কাপের এবারের প্রথম ম্যাচে মৈত্রী সংসদকে 8-1 গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গলের নারীরা। এরপর সেবায়নী এসডব্লিউও দলের বিপক্ষে 9-0 গোলে জয় পায় লাল হলুদ। তবে তৃতীয় ম্যাচে কালীঘাটের মেয়েদের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি মশাল ব্রিগেড। এ ম্যাচে 0-2 গোলে হেরে যন্ত্রণা বেড়েছিল ইস্টবেঙ্গলের। তবে শেষ পর্যন্ত সরোজিনীর মেয়েদের বিরাট ব্যবধানে হারিয়ে হারের ধাক্কা কাটিয়ে উঠল ইস্টবেঙ্গল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥