বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিচক্ষণ ফুটবল খেলেও বৃহস্পতিবার সুরুচি সংঘের বিরুদ্ধে ড্র হয়ে যায় ইউনাইটেড স্পোর্টিংয়ের ম্যাচ। এতে অবশ্য বেজায় সমস্যায় পড়েছে ইউনাইটেড। হিসেব বলছে, আদতে ড্র করে ইস্টবেঙ্গলকেই (East Bengal) এগিয়ে দিয়েছে তারা। ফলে, চ্যাম্পিয়ন হতে গেলে পরবর্তী ম্যাচে জিততেই হবে ইউনাইটেড দলকে। অন্যদিকে ম্যাচ ড্র করে দিলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে লাল হলুদ।
সুরুচিকে ঠেকিয়েও জয় তুলতে পারল না ইউনাইটেড
বৃহস্পতিবার, ব্যারাকপুরের মাঠে শুরুটা করেছিল সুরুচি সংঘ। প্রথমদিকে একতরফা আক্রমণ চালিয়ে ইউনাইটেডের কাছ থেকে গোল উসুল করে তারা। সুরুচির হয়ে প্রথম গোলটি করেন হোরাম। মাত্র 7 মিনিটের মাথায় পেনাল্টি থেকে দলকে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন তিনি। যদিও প্রথমার্ধেই সেই গোল শোধ করে দিয়েছিলেন ইউনাইটেডের শ্রীনাথ। খেলা 40 মিনিটে গড়াতেই জালে বল জড়িয়ে ম্যাচে সমতা ফেরান তিনি।
দ্বিতীয়ার্ধের ছবিটাও খানিকটা একই ছিল। একেবারে বাঁধা ধরা ভঙ্গিতে পায়ে পায়ে পটু পাস খেলে 62 মিনিটে সুরুচি সংঘের হয়ে গোল করেন আকাশ মন্ডল। তবে এগিয়ে গিয়েও সেই সাফল্য ধরে রাখতে পারেননি তারা। ম্যাচ ড্র করতে একেবারে ঝাঁপিয়ে পড়ে ইউনাইটেডের ছেলেরা। লক্ষ্য স্থির রেখে ক্রমাগত প্রতিপক্ষের উপর আক্রমণ শানাতে থাকে ইউনাইটেড বাহিনী। শেষ পর্যন্ত সেই শ্রীনাথের গোলেই 87 মিনিটে পৌঁছে ম্যাচের সমতা রক্ষাকারী গোল করেন তিনি। এরপর আর গোল করার সুযোগ পায়নি কোনও দলই। ফলে, রেফারির দীর্ঘ বাঁশিতে 1টি করে পয়েন্ট ঘরে তুলেছে কলকাতার দুই প্রতিদ্বন্দ্বীই।
অবশ্যই পড়ুন: ৬ বলে ৫টি ছক্কা! শ্রীলঙ্কার বিরুদ্ধে স্বর্ণালী ইতিহাস লিখলেন নবী
লাল হলুদের সামনে চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ
গত কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়ন এখনও ঘোষণা করা হয়নি। এদিকে চলতি মরসুমের খেলা একেবারে শেষ লগ্নে। এমতাবস্থায়, ইউনাইটেডের ম্যাচ ড্র হওয়ায় বড় সুযোগ তৈরি হয়েছে ইস্টবেঙ্গলের। হিসেব করে দেখলে, বিগত ম্যাচগুলিতে অপ্রতিরোধ্য থাকায় ইউনাইটেডের বিপক্ষে আসন্ন ম্যাচে না জিতলেও চ্যাম্পিয়ন হয়ে যাবে ইস্টবেঙ্গল।
আসলে, সুপার সিক্সের লড়াইয়ে দুর্দান্ত শুরু করেছে লাল হলুদ। ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে 3-0 গোলে জেতার পর ডায়মন্ড হারবার এফসিকেও 2-1 ব্যবধানে পরাস্ত করে মশাল ব্রিগেড। ইস্টবেঙ্গলের প্রায় সকলেই দুর্দান্ত ছন্দে রয়েছেন। কাজেই ইউনাইটেডের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ ড্র করতে পারলেই পরিশ্রমের ফল পাবে বিনো জর্জের ছেলেরা। কলকাতা ফুটবল লিগের নিয়ম অনুযায়ী, ইস্টবেঙ্গলের থেকে কম ম্যাচ জেতার কারণে লাল হলুদের সাথে ড্র নয় বরং ভাল ব্যবধানেই জিততে হবে তাদের। অন্যথায়, না জিতেও মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে যাবে বাগান প্রতিবেশী।