টিকিট পাচ্ছে না ইস্টবেঙ্গল! ডার্বি ঘিরে আশঙ্কার কালো মেঘ, ভেস্তে যাবে দুই প্রধানের খেলা?

Published on:

east bengal

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার পর্যন্ত অনিশ্চিত ছিল ডার্বি। ইস্টবেঙ্গল (East Bengal FC) কর্তার ধমকে গলে মোম! নীরবতা ভেঙে বুধবার গুয়াহাটিকে লাল হলুদ-সবুজ মেরুন হাইভোল্টেজ ম্যাচের রণক্ষেত্র হিসেবে চূড়ান্ত করে মোহনবাগান। তবে ভেন্যু চূড়ান্ত হলেও ভিন রাজ্যে যাওয়া একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে লাল হলুদ ব্রিগেডের কাছে।

WhatsApp Community Join Now

গতকাল ডার্বির ভেন্যু নিয়ে বাগানের সিদ্ধান্ত ঘোষনার পরই গুয়াহাটি যাওয়ার টিকিট পাওয়া যাচ্ছে না বলে জানিয়ে দেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। যার জেরে 11 ফেব্রুয়ারির ম্যাচ নিয়ে আশঙ্কা জেঁকে বসেছে সমর্থকদের।

বর্তমান পরিস্থিতির জন্য দায়ী মোহনবাগান!

72 ঘন্টা সময় হাতে রেখেও মঙ্গলবার পর্যন্ত ডার্বির বিকল্প ময়দানের নাম ঘোষণা করেনি মোহনবাগান। আর এই কারণেই বাগান কর্তাদের গাফিলতিকে সামনে রেখে ক্ষোভ জাহির করেছিলেন লাল হলুদ কর্তা দেবব্রত সরকার। 3 দিন আগেও ডার্বির ময়দান চূড়ান্ত না হওয়ায় দলের সমস্যা প্রসঙ্গে কথা বলতে বলতেই বাগান কর্তাদের সরাসরি নিশানা করে বসেন দেবব্রত।

মনে পুঞ্জীভূত রাগকে মদদ দিয়ে লাল হলুদ কর্তা জানান, মোহনবাগান ইচ্ছা করেই ডার্বির ভেন্যু ঘোষণা করছে না। তাদের উদ্দেশ্য আসলে ইস্টবেঙ্গলকে অন্ধকারে রাখা। এই অল্প সময়ের মধ্যে আমরা মানসিকভাবে নিজেদের প্রস্তুত করতে পারব না সেটাও বাগান সদস্যরা জানে। 3 দিনের মধ্যে হোটেল বুকিং থেকে শুরু করে ফ্লাইটের টিকিট কাটা সবটাই যথেষ্ট কঠিন।

ডার্বির ভেন্যু ঘোষণা নিয়ে বিলম্ব করাকে বাগান কর্তাদের ঐচ্ছিক বিষয় বলে দাগিয়ে দেন লাল হলুদ প্রধান। মোহনবাগানের গাফিলতির কারণে ইস্টবেঙ্গল যে বড়সড় সমস্যায় পড়বে তার আভাস আগে থেকেই দিয়ে রেখেছিলেন লাল হলুদ কর্তা দেবব্রত। হোটেল ও ফ্লাইটের টিকিট বুকিং সমস্যার পাশাপাশি দলের মানসিক প্রস্তুতি ও প্র্যাকটিস গ্রাউন্ড পাওয়ার ক্ষেত্রেও ইস্টবেঙ্গলকে যে বাড়তি সমস্যার মুখে পড়তে হবে একথাও আগেই জানিয়ে রেখেছিলেন সরকার। এবার সেই সম্ভাবনাই সত্যি হলো।

ডার্বি থেকে ছিটকে যাচ্ছে ইস্টবেঙ্গল?

ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের ধমকে নড়েচড়ে বসে মোহনবাগানের শীর্ষ কর্তারা। ইস্টবেঙ্গলের তোপের মুখে দাঁড়িয়ে তড়িঘড়ি ডার্বির ভেন্যু চূড়ান্ত করে গুয়াহাটির নাম প্রকাশ করে গঙ্গা পাড়ের ক্লাব। বাগান কর্তাদের ঘোষণা পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, সমস্যা বাড়ে লাল হলুদের শীর্ষ কর্তা দেবব্রতর বক্তব্যের পরই। এদিন মোহনবাগানের ঘোষণা শুনে দেবব্রত সরকার সাফ জানিয়ে দেন, হাতে মাত্র দু’দিন।

এখন গুয়াহাটি যাওয়ার টিকিট পাওয়া যাচ্ছে না। 9 কিংবা 10 দুদিনই চেষ্টা করে দেখা হয়েছে। দু দিনের একদিনও বিমানের টিকিট মিলছে না। ছেলেদের থাকার জন্য হোটেলের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বিমানের টিকিট না পাওয়া গেলে ডার্বিতে অংশগ্রহণ করতে পারবে না ইস্টবেঙ্গল। লাল হলুদ কর্তার স্পষ্ট ভাষণে বুকের বাঁদিকে চিনচিনে ব্যথা বেড়েছে লাল হলুদ সমর্থকদেরও।

সঙ্গে থাকুন ➥
X