ডার্বির আগেই কেরলের স্ট্রাইকারকে সই করানো নিয়ে টানাপোড়েন ইস্টবেঙ্গলে

Published on:

East Bengal coach Bino George wants to sign a Kerala striker before the derby

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা লিগের লড়াইয়ে চার ম্যাচে মাত্র 5 পয়েন্ট নিয়ে দৌড়াচ্ছে ইস্টবেঙ্গল। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বি মোহনবাগান এখন 5 ম্যাচে 10 পয়েন্টের খরিদ্দার। এমতাবস্থায়, 26 জুলাই ডার্বির আগে স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে লাল হলুদের।

ময়দান কোচ বিনো জর্জ চাইছেন, দলের শক্তি আরও কিছুটা বাড়িয়ে নিতে। মূলত সেই কারণে, এবার 26 জুলাইয়ের হাইভোল্টেজ ডার্বিকে সামনে রেখে, ম্যানেজমেন্টের কাছে 4 জন নতুন ফুটবলার দাবি করলেন লাল হলুদের কলকাতা লিগের হেড স্যার। তবে তাঁদের মধ্যে কেরলের এক স্ট্রাইকারকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিনো। এদিকে তাঁকে নিয়েই দোনোমোনো করছে ম্যানেজমেন্ট।

ঠিক কী চাইছে ম্যানেজমেন্ট?

লাল হলুদ সূত্রে যা খবর, বর্তমানে আরএফডিএলের কথা মাথায় রেখে 35 জন ফুটবলারের মধ্যে থেকে 10 জনকে সই করানো হয়েছে। তবে দুঃখের বিষয়, তাঁদের মধ্যে বেশ কয়েকজনের চোট রয়েছে। তাই মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামার আগেই দলের শক্তি দ্বিগুণ করতে চাইছেন কোচ বিনো। মূলত সেই কারণেই সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে ব্রিগেডে পরিবর্তন আনতে চাইছেন লাল হলুদের রিজার্ভ দলের হেড স্যার।

সেই মতোই কেরলের এক স্ট্রাইকারকে নিয়ে এসেছেন তিনি। তাঁকেই হাইভোল্টেজ ডার্বিতে নামাতে চাইছেন কোচ। তবে সমস্যা বাড়িয়েছে ম্যানেজমেন্ট। জানা যাচ্ছে, দলের শক্তি বাড়াতে দক্ষিণী স্ট্রাইকারকে নিয়ে এলেও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফে সবুজ সংকেত না পাওয়ায় কিছুটা হলেও নিরাশ হয়েছেন বিনো জর্জ।

অবশ্যই পড়ুন: ১০ হাজার বাংলাদেশি হিন্দু পরিবারকে জমি দেবে উত্তরপ্রদেশ সরকার, হল ঘোষণা!

খোঁজ নিয়ে জানা গেল, আসলে ম্যানেজমেন্ট চাইছে সিনিয়র দলের কোচ অস্কার ব্রুজোকে বুঝিয়ে প্রধান দল থেকে কয়েকজন ফুটবলারকে ডার্বির জন্য নিয়ে আসতে। তবে শেষ পর্যন্ত এ প্রসঙ্গে অস্কারের মত থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে নানা মহলেই। তবে সূত্রের খবর, অস্কারের কাছে কলকাতা লিগের ডার্বির থেকেও বেশি গুরুত্ব পাচ্ছে ডুরান্ড কাপ। তাই সেনাবাহিনীর টুর্নামেন্টকে পাখির চোখ করে দলের ছেলেদের নিয়ে অনুশীলন সারছেন এই স্প্যানিশ কোচ।

সঙ্গে থাকুন ➥