ISL-এ হারের হ্যাটট্রিক, দায় কাঁধে নিয়ে ইস্তফা কার্লেস কুয়াদ্রাতের! ইস্টবেঙ্গলের পরিবর্তী কোচ কে?

Published on:

carles cuadrat resign

কলকাতাঃ ডুরান্ড কাপে শুরুটা ভালো করলেও শেষে গিয়ে রক্ষা হয়নি। এদিকে আইএসএলের প্রথম থেকেই ধুঁকছে দল। আর এই কারণে এবার সব দায় নিজের কাঁধে নিয়ে সরে দাঁড়ালেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। ISL-এ পরপর তিন ম্যাচে হার, বারবার সমালোচিত হয়েই এই সিদ্ধান্ত নিলেন লাল-হলুদের হেড স্যার কার্লেস কুয়াদ্রাত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে শুধু ব্যর্থতাই নয়, কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়েই এ বছরের প্রথমে কলিং সুপার কাপ জয় করেছিল ইস্টবেঙ্গল। আর সেই জয়ের সুবাদে ডুরান্ড কাপেও দুর্দান্ত ফল করার লক্ষ্যে ছিল লালহলুদ শিবির। শুরুটা ভালো হলেও, নকআউট পর্বে ছিটকে যায় মশাল বাহিনী।

গত বছর কুয়াদ্রাতের কোচিংয়েই ডুরান্ড কাপের রানার্স হয়েছিল লালহলুদ শিবির। স্প্যানিশ এই কোচকে ঘিরে লাল হলুদ ভক্তদের প্রত্যাশা ছিল অনেক। নামীদামী প্লেয়ারদের নিয়ে দল সাজিয়েও ইস্টবেঙ্গল যেন সফলতার স্বাদ ভুলেই গিয়েছে। এমনকি নানান টানাপড়েনের পর আনোয়ার আলিকে মাঠে নামিয়েও কোনও সুরাহা পায়নি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আইএসএলের প্রথম দুটি অ্যাওয়ে ম্যাচ হেরে শেষ ম্যাচটি ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে খেলে ইস্টবেঙ্গল। সেখানেও ব্যর্থ হয় তাঁরা। এরপর লাল হলুদের সমর্থকরা কোচিং স্টাফের উপরেই চটে যান। যুবভারতী ক্রীড়াঙ্গনেই কোচ কুয়াদ্রাতকে গো ব্যাক স্লোগান দেয় তাঁরা। বারবার সমালোচিত হয়ে শেষে পদত্যাগের কথা জানান কোচ। আর ক্লাবের পক্ষ থেকেও তার সিদ্ধান্তকে সম্মান জানানো হয়।

আপাতত বিনো জর্জ ইস্টবেঙ্গলের দায়িত্ব সামলাবেন। যতদিন না লাল হলুদ নতুন কাউকে নিযুক্ত করছে, ততদিন জর্জই থাকবেন মশাল বাহিনীর হেড স্যার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group