২৯ মিনিটেই দু’দুটি লাল কার্ড! জঘন্য রেফারিং নিয়ে মুখ খুললেন ইস্টবেঙ্গলের কোচ

Published on:

oscar bruzon

কলকাতাঃ ISL-এ জয়ের খোঁজে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। শনিবার যুবভারতীতে মহামেডানের বিরুদ্ধে মিনি ডার্বি ম্যাচে তিন পয়েন্টের লক্ষ্যেই নেমেছিল লাল-হলুদ শিবির। তবে সেই আশা পূরণ হয়নি। আর এর জন্য রাফারিকে তোলা হচ্ছে কাঠগড়ায়। আসলে খেলার ২৯ মিনিটের মধ্যেই ইস্টবেঙ্গলের দুই প্লেয়ার নন্দ কুমার ও নাওরেম মহেশকে লাল কার্ড দেখান রেফারি হরিশ কুণ্ডু। বাকি ম্যাচটা ৯ জনকে নিয়েই খেলতে হয় মশালবাহিনীকে।

রেফারিকে নিয়ে মুখ খুললেন অস্কার ব্রুজো

WhatsApp Community Join Now

ম্যাচ রেফারির এই সিদ্ধান্তে যুবভারতীতে তোলপাড় শুরু করে ইস্টবেঙ্গলের সমর্থকরা। সবাই রেফারিকে মহামেডানের এক্সট্রা প্লেয়ার বলেও খোঁচা দেন। ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো এই বিষয়ে মুখ খোলেন। তিনি সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানা যে, রেফারিং নিয়ে কিছু বলা ঠিক হবে না। আমাদের খেলোয়াড়দের আরও সতর্ক থাকা উচিৎ।

ড্র নিয়ে মন্তব্য ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোর

উল্লেখ্য, শনিবারের ম্যাচের আগে ISL-এ একটিও পয়েন্ট পায়নি ইস্টবেঙ্গল। মিলেছে শুধু হার। ৬ ম্যাচের ছয়টিই হেরেছিল লাল-হলুদ। মোহনবাগানের বিরুদ্ধে সম্মান রক্ষার ডার্বিতেও ২-০ গোলে হারতে হয়েছিল লাল-হলুদকে। আশা ছিল মিনি ডার্বিতে মোহনবাগানকে হারিয়ে প্রথমবার জয়ের স্বাদ পাবে তাঁরা। কিন্তু তাও হল না। অবশেষে ৭ ম্যাচে একটি ড্রয়ের সাহায্যে ১ পয়েন্ট এল মশালবাহিনীর ঝুলিতে। এই ড্র নিয়ে কোচ অস্কার বলেন, ‘আমরা ম্যাচ জিততে না পারলেও হারিনি। এই ড্র আমাদের আত্মবিশ্বাস ও জয়ের খিদে আরও বাড়িয়ে দেবে। পরবর্তী ম্যাচে আমরা জয়ের লক্ষ্যেই নামব।’

রেফারিকে নিয়ে বিস্ফোরক দেবব্রত সরকার

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, এটা রেফারির জয়। ম্যাচ কমিশনারেরও কৃতিত্ব আছে। ইস্টবেঙ্গল যাতে টপ সিক্সে যেতে না পারে, তাঁর জন্যই মনে হয় এরা পরিকল্পনা চালাচ্ছে।

সঙ্গে থাকুন ➥
X