বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরু হচ্ছে IFA শিল্ড। তবে এবার কলকাতায় নয়, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে কল্যাণীতে। আগামী বুধবার, ইস্টবেঙ্গল বনাম শ্রীনিধি ডেকানের ম্যাচে রয়েছে আরও এক বড় চমক। সূত্রের খবর, শিল্ডের (2025 IFA Shield) উদ্বোধনী ম্যাচ সহ ফাইনালের আগে পর্যন্ত টুর্নামেন্টের সমস্ত ম্যাচ সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পারবেন ফুটবলপ্রেমী মানুষজন। শোনা যাচ্ছে, শিল্ডের জন্য ফ্রি টিকিট করার পরিকল্পনা করছে IFA। এদিকে শিল্ড শুরুর আগেই চিন্তায় পড়ে গেলেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো।
কেন কিশোরভারতীতে হচ্ছে না শিল্ডের উদ্বোধনী ম্যাচ?
শোনা গিয়েছিল, IFA শিল্ডের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে পারে কিশোরভারতীতে। তবে টুর্নামেন্টের ঠিক প্রাক্কালে বদলে গেল সিদ্ধান্ত। কিন্তু কেন? এ প্রসঙ্গে IFA সচিব অনির্বাণ দত্ত জানালেন, ‘কিশোর ভারতীতে উদ্বোধনী ম্যাচ আয়োজনের চেষ্টা করা হয়েছিল। তবে 9 অক্টোবরের আগে ওই মাঠ পাওয়া যাবে না। তাই বাধ্য হয়েই বিকল্প খুঁজতে হয়েছে। বুধবার কল্যাণীতে গড়াবে শিল্ডের উদ্বোধনী ম্যাচ।’
বিনামূল্যে শিল্ডের ম্যাচ দেখতে পারবেন দর্শকরা?
IFA শিল্ডের সমস্ত ম্যাচ কি বিনামূল্যে দেখা যাবে? অনির্বাণ দত্ত বললেন, ‘এবারের উদ্বোধনী ম্যাচ দেখতে দর্শকদের কোনও টিকিট লাগবে না। ক্লাব গুলির জন্য বেশ কিছু পাসেরও ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী ম্যাচ ছাড়াও শিল্ডের ফাইনাল ম্যাচ বাদে বাকি সমস্ত ম্যাচ সম্পূর্ণ ফ্রি করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে।’ তবে একটি ম্যাচ ছাড়া ময়দানের দুই প্রধানই তাদের বাকি ম্যাচ কলকাতাতেই খেলবে বলেই জানিয়েছেন IFA সচিব। যদিও এখনও পর্যন্ত ম্যাচের সময়সূচি ঘোষণা করা হয়নি। যা জানা গিয়েছে, শিল্ডের প্রতিটি ম্যাচ বিকেল তিনটে থেকে শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে 18 অক্টোবর।
চিন্তায় ইস্টবেঙ্গল কোচ
IFA শিল্ডের মঞ্চে নামার আগে দলের হাল যাচাই করতে একটি অন্তঃস্কোয়াড ম্যাচের আয়োজন করেছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার। তবে সেই ম্যাচের ফলাফল একেবারেই আশানুরূপ হয়নি। সদ্য 5 বিদেশি নিয়ে গড়া অস্কারের প্রথম দল রিজার্ভ বেঞ্চে এবং কলকাতা লিগের ফুটবলারদের নিয়ে তৈরি একাদশকে হারাতে পারেনি। ম্যাচ শেষে ফলাফল গিয়ে দাঁড়ায় 1-1 গোলে। আর তাতেই যথেষ্ট মনক্ষুন্ন হয়েছেন লাল হলুদের প্রধান কোচ অস্কার।
অবশ্যই পড়ুন: রান আউট হয়েও ক্রিজ ছাড়তে চাননি পাক ব্যাটার! মহিলা বিশ্বকাপে নাটকীয় মুহূর্ত
উল্লেখ্য, ইস্টবেঙ্গলের পাশাপাশি সোমবার থেকেই শিল্ডের জন্য যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন শুরু করে দেওয়ার কথা রয়েছে মোহনবাগানের। আসন্ন টুর্নামেন্টে সবুজ মেরুনের প্রথম ম্যাচ 9 অক্টোবর। এদিন বাগানের প্রতিপক্ষ হবে গোকুলাম এফসি। আর তার আগেই নিজেদের সর্বস্ব দিয়ে ঝালিয়ে নিচ্ছেন জেসন কামিংসরা।