ISL-এ ভরাডুবির মাঝেই মরসুমের প্রথম ট্রফি ঘরে তুলল ইস্টবেঙ্গল

Published on:

East Bengal cricket team wins P Sen Memorial Trophy by defeating Mohammedan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা ISL মরসুমে চরম ব্যর্থতা। যাত্রা শেষ করে AFC চ্যালেঞ্জ লিগেও পরাজয়। শেষমেশ লক্ষ্য এখন সুপার কাপ। লাল হলুদের এমন পরিস্থিতির মাঝে, আশার আলো যোগালো ইস্টবেঙ্গলের ক্রিকেট দল (East Bengal Cricket Team)। 22 গজেও ইস্টবেঙ্গল? হ্যাঁ, ফুটবলে চরম দুঃসময়ের মাঝে পি সেন মেমোরিয়াল ট্রফি জিতল লাল হলুদরা। বুধবার, ফাইনালের মঞ্চে চেনা প্রতিদ্বন্ধি মহামেডান স্পোর্টিংকে বড় ব্যবধানে হারিয়ে জয় তুলেছে কলকাতার এই ঐতিহ্যবাহী ক্লাব।

ফুটবলের খরা কাটল ব্যাট হাতেই?

গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুমে রুদ্ধশ্বাস চেষ্টা করেও দলকে সাফল্য পাইয়ে দিতে পারেননি কোচ অস্কার ব্রুজো। তাই অগত্যা নিয়ম রক্ষার ম্যাচ দিয়েই যাত্রা শেষ করতে হয়েছে মেসিদের। তবে ফুটবলের অপ্রাপ্তি 22 গজে কাটিয়ে ফেলল ইস্টবেঙ্গল! বুধবার মহামেডানের বিপক্ষে মাঠে নেমে 177 রানে জয় তুলেছে ইস্টবেঙ্গল ক্রিকেট দল। যার জেরে দলের ছেলেদের নিয়ে একপ্রকার আনন্দে আত্মহারা লাল হলুদ ক্লাব।

মরসুমের প্রথম ট্রফি ঘরে তুলল ইস্টবেঙ্গল

চেনা প্রতিদ্বন্দ্বীকে ফাইনালে হারিয়ে এ মরসুমের প্রথম পি সেন মেমোরিয়াল ট্রফি জিতল মশাল ব্রিগেড। আর সেই উপলক্ষেই বৃহস্পতিবার সকালে জয়ী দলকে সঙ্গে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে পতাকা উত্তোলন করলেন লাল হলুদ কর্তারা। এ মরসুমের প্রথম ট্রফি ঘরে উঠেছে, তাই জোর জার করে চলল মিষ্টি মুখ পর্বও।

অবশ্যই পড়ুন: মহাকাশে ডগফাইটিং! গোপনে যুদ্ধের প্রস্তুতি সেরে রাখছে চিন, চিন্তায় ভারত ও আমেরিকা

সন্দীপনের ব্যাটে ভর করেই ট্রফি জিতেছে লাল হলুদ?

বুধবার মহামেডানের বিপক্ষে বিধান নগর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে দুর্দান্ত ছন্দেছিলেন লাল হলুদ ব্যাটার সন্দীপন দাস। এদিন তাঁর ব্যাট থেকে 176 রানের বিরাট যোগদান পেয়েছিল ইস্টবেঙ্গল। দাসের রানের জোরেই পাঁচ উইকেট হাতে রেখে 339 রান তোলে লাল হলুদের ছেলেরা। জবাবে ব্যাট করতে এসে ঝড়ের গতিতে উইকেট হারায় মহামেডান।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

শেষমেশ 162 রানে গুটিয়ে যায় প্রতিপক্ষ। এদিন লাল হলুদ বোলারদের দাপট ছিল চোখে পড়ার মতো। বলা বাহুল্য, ইস্টবেঙ্গলের তাবড় বোলার অয়ন ভট্টাচার্য এদিন একাই 4 উইকেট তুলেছিলেন। এছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন সুরাজ সিন্ধু জয়সওয়াল এবং সুমিত কুমারেরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥