বিক্রম ব্যানার্জী, কলকাতা: মানালো মার্কেজের কোচিং পছন্দ হচ্ছে না ইস্টবেঙ্গলের! শিলংয়ের মাঠে বাংলাদেশের বিপক্ষে জায়গা করে উঠতে পারেনি ভারত(Indian Football Team), দূর দেশ থেকে আশা বিদেশি, হামজা চৌধুরী, সুনীল ছেত্রীদের পায়ে বেড়ি পরিয়ে রেখেছিল, আর এই সব কিছুর দায় কি কোচ মার্কেজের?
আপাতত ইস্টবেঙ্গল তো মনে করছে তেমনটাই! সম্প্রতি ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, খালিদ জামিলকে ভারতীয় ফুটবল টিমের কোচ করা হোক। বিদেশি কোচের পারফরমেন্স আমার দেখে নিয়েছি। আর কত খারাপ খেলবে? ইস্টবেঙ্গল কর্তার মতে, খালিদ অন্তত এই বিদেশি কোচের থেকে ভাল কাজ উপহার দেবে।
খালিদের সাফল্য….
সম্প্রতি, এই খালিদ জামিলের কোচিংয়ে ইন্ডিয়ান সুপার লিগের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে জামশেদপুর এফসি। সূত্র বলছে, জামিলই নাকি একমাত্র ভারতীয় কোচ যার পারফরমেন্স বিদেশি ফুটবল কোচদের টেক্কা দেওয়ার মতো। এর আগে ইস্টবেঙ্গল দলকেও সাফল্যের পথ দেখিয়েছেন খালিদ। আর সেই কারণেই বিদেশিদের পেছনে সময় নষ্ট না করে, স্বদেশী কোচকেই ভারতীয় দলের দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন লাল হলুদ কর্তা।
খালিদকে কোচ করা হলে লাভ হবে ফেডারেশনের?
ভারত-বাংলাদেশ ম্যাচ গোলশূন্য হওয়ায়, একপ্রকার চোটে গিয়েছেন লাল হলুদ কর্তা দেবব্রত! সম্প্রতি জাতীয় শিবির নিয়ে কথা বলতে বলতে আচমকা ইস্টবেঙ্গল প্রধান জানান, বাংলাদেশের বিরুদ্ধে আমরা যে ফুটবল খেলেছি, তার জন্য বিদেশি কোচের প্রয়োজন পড়ে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ফেডারেশন যদি খালিদকে জাতীয় দলের কোচ করে, সে ক্ষেত্রে আর্থিক দিক থেকে লাভ হবে তাদেরই।
অবশ্যই পড়ুন: পিছিয়ে গেল KKR-র ম্যাচ! রামনবমীর বদলে চূড়ান্ত হল অন্যদিন, রইল তারিখ
ইস্টবেঙ্গল কর্তার কথায়, বিদেশি কোচেদের জন্য গোটা মরসুমে বিরাট অঙ্ক খরচ করতে হয়। সেই তুলনায়, খালিদের ক্ষেত্রে খরচটা অনেক কম। তাই শীঘ্রই মার্কেজকে সরিয়ে স্বদেশী কোচকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন ইস্টবেঙ্গলের দেবব্রত। যদিও ওয়াকিবহাল মহল বলছে, লাল হলুদরা দাবি তুললেও সেই পথে হাঁটবে না ফেডারেশন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |