বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমানে ইস্টবেঙ্গলের (East Bengal) অবস্থা যা তাতে নতুন করে দল গড়াটাই জয়ে ফেরার একমাত্র উপায় বলেই মনে করছেন লাল হলুদ সমর্থকদের একটা বড় অংশ। এমতাবস্থায়, পুরনো ভুল ত্রুটি শুধরে ক্ষতস্থান ভরাট করার দায়িত্ব রয়েছে স্বয়ং কোচ অস্কার ব্রুজো ও হেড অফ ফুটবল থাংবোই সিংটোর ওপর।
সেই মতোই কোচ অস্কারের সিদ্ধান্তে একে একে বিদেশি ফুটবলারদের সাথে চুক্তি পাকা করছেন সিংটো। এমতাবস্থায় কানে আসছে বিদেশি ছাঁটাইয়ের খবর। শোনা যাচ্ছে, চুক্তি থাকা সত্ত্বেও দুই বিদেশি ফুটবলারকে এবার বাদ দিতে চলেছে ইস্টবেঙ্গল। তাও আবার নাকি কোচ অস্কারের সবুজ সংকেতেই।
কাদের বাদ দিচ্ছে লাল হলুদ?
আসন্ন মরসুমের জন্য ঘর গোছাতে শুরু করেছে ইস্টবেঙ্গল। আর সেই আবহে একে একে নতুন-পুরাতন মিলিয়ে সুকৌশলে দল গড়ে তুলছেন অস্কার ও সিংটো। বলা চলে, এই দুজনের কাঁধেই এখন লাল হলুদের ভবিষ্যৎ। এহেন আবহে শোনা যাচ্ছে, কোচ অস্কারের সাথে কথা বলার পরই নাকি দুই বিদেশি ফুটবলারকে ছাঁটাই করতে চলেছে লাল হলুদ ম্যানেজমেন্ট। সূত্রের যা খবর, হিজাজি মাহের ও মাদিহ তালালকে চুক্তি থাকা সত্ত্বেও শীঘ্রই ছেড়ে দিতে চাইছে ইস্টবেঙ্গল এফসি।
কিন্তু কেন? খোঁজ নিয়ে জানা গেল, এই দুই বিদেশিকে বাদ দেওয়ার নেপথ্যে মোটেও তাঁদের পারফরমেন্স দায়ী নয়। বরং দীর্ঘদিন ধরে চোটের কারণে দল থেকে বিচ্ছিন্ন এই দুই বিদেশি মহারথী। তাই আসন্ন মরসুমের আগেই পুরনো অসুখ ঝেড়ে ফেলতে হিজাজি ও তালালকে ছেড়ে দিচ্ছে ময়দানের এই প্রধান। লাল হলুদের এক ঘনিষ্ঠ সূত্রে খবর, ইস্টবেঙ্গল কর্তারা নাকি ইতিমধ্যেই খবর পেয়ে গিয়েছেন, আগামী ডিসেম্বরের আগে এই দুই তারকার চোটমুক্ত হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তাই আগেভাগে তাঁদের ছেড়ে দিয়ে বিকল্প বিদেশি খুঁজে নিতে চাইছেন কোচ অস্কার।
অবশ্যই পড়ুন: দুঃসময় কাটাতে ৫ বছর পর ফের ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন পুরোনো সঙ্গী! শীঘ্রই হবে চুক্তি
বিদেশে যাচ্ছেন সিংটো
লাল হলুদের বেশ কয়েকটি সূত্র জানাচ্ছে, তালাল ও হিজাজির বিকল্পসহ অন্যান্য বিদেশি ফুটবলারদের পারফরমেন্স একেবারে চোখের দেখা দেখে দলে নিতে বিদেশ যাচ্ছেন ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থাংবোই। আসলে তিনি যেহেতু হেড অফ ফুটবল পদে রয়েছেন অর্থাৎ এই টেকনিক্যাল পদের জন্য অন্য কোনও প্রযুক্তিবিদের বদলে তাঁকেই বিদেশে পাঠিয়ে দক্ষ ফুটবলার বেছে নিতে চাইছে ইস্টবেঙ্গল।