বিক্রম ব্যানার্জী, কলকাতা: IFA শিল্ডে ডার্বি হওয়ার সম্ভাবনাটাই প্রবল। তবে মোহনের সাথে লড়াই নিয়ে বিশেষ ভাবতে চান না ইস্টবেঙ্গল (East Bengal FC) কোচ অস্কার ব্রুজো। তাঁর লক্ষ্য এখন মঙ্গলবার নামধারীকে হারিয়ে ফাইনালে ওঠা (ড্র করলেই ফাইনালে উঠে যাবে ইস্টবেঙ্গল)। তবে তার আগে প্রতিপক্ষকে একদমই হালকা ভাবে নিচ্ছেন না লাল হলুদ কোচ। নামধারীর বিরুদ্ধে নতুন বিদেশি হিরোশি ইবুসুকিকে খেলানো নিয়েও চলছে চর্চা।
ডার্বি নিয়ে ভাবতে চাইছেন না অস্কার
এবারের IFA শিল্ডে একই গ্রুপে জায়গা হয়নি, ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের। তাই গ্রুপ পর্বে ডার্বি দেখার সুযোগ হয়নি কারোরই। তবে আগামী 18 তারিখের ফাইনালে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান হাই ভোল্টেজ ডার্বি হওয়ার সম্ভাবনাই বেশি। তা নিয়ে কথা বলতে গিয়ে ইস্টবেঙ্গলের কোচ অস্কার জানিয়েছেন, ‘আগামী 18 অক্টোবর ফাইনালে ডার্বি হওয়ার সম্ভাবনা আছে ঠিকই, কিন্তু আমরা এখনই এসব নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য এখন নামধারীর বিরুদ্ধে জেতা। মনে রাখতে হবে, মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের পর ওরাই এই টুর্নামেন্টের সেরা দল।’
অস্কার আসলে, মঙ্গলবারের ম্যাচের আগে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি নিয়ে ভেবে ফুটবলারদের উপর চাপ দিতে চান না। তাঁর কথায়, ‘আগে নামধারীর বিরুদ্ধে ম্যাচ, সেটা জেতাই লক্ষ্য। তাই ডার্বি নিয়ে চিন্তা করে প্লেয়ারদের উপর চাপ দিতে চাইছি না।’ বলাই বাহুল্য, আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর 2:30 থেকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে গড়াবে ইস্টবেঙ্গল বনাম নামধারীর ম্যাচ। এর আগে শ্রীনিধি ডেকানকে 4 গোলে উড়িয়ে আত্মবিশ্বাসকে পুঁজি করেছিল ইস্টবেঙ্গল।
অবশ্যই পড়ুন: মধ্যপ্রদেশে মহাসড়ক ধসে তৈরি ৩০ ফুটের গর্ত!
মঙ্গলবার কি খেলবেন নতুন বিদেশি ইবুসুকি?
সূত্রের খবর, গতকাল অর্থাৎ সোমবার পর্যন্ত ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট পায়নি, লাল হলুদের নতুন বিদেশি হিরোশি। তাহলে কি মঙ্গলবার খেলতে পারবেন? ইস্টবেঙ্গলের কোচ বললেন, ‘ক্লাব চেষ্টা করছে। আমরা তাঁর আইটিসির অপেক্ষায় রয়েছি। তবে যদি সেটা না হয়, তাহলে মঙ্গলবারের ম্যাচে ওকে পাওয়া যাবে না।’
এদিন প্রতিপক্ষ নামধারীকে নিয়েও কথা বলেন লাল হলুদ কোচ। অস্কারকে বলতে শোনা গিয়েছিল, ‘ওদের ডিফেন্স খুব শক্তিশালী। ডুরান্ড কাপে আমাদের অন্যতম কঠিন প্রতিপক্ষ ছিল নামধারী। আমাদের ভালভাবে দুই উইংকে ব্যবহার করতে হবে। ওদের আক্রমণাত্মক প্লেয়ার রয়েছে। তাই আমাদের সেরাটা দিতেই হবে।’ এক কথায়, ম্যাচের আগে একেবারেই প্রতিপক্ষকে হালকা ভাবে নিচ্ছেন না ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ।