বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মরসুমে রক্ষণ যন্ত্রণা নিয়ে যথেষ্ট ভুগেছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। তাই পুরনো আঘাত ভুলে নতুন করে ঘর গোছাতে চাইছেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো। সেই মতো তুখড় বিদেশি ফুটবলারদের রাডারে রেখে একে একে সই করানোর পথে হেঁটেছিলেন হেড অফ ফুটবল থাংবোই সিংটো। মূলত কোচের সবুজ সংকেতেই নতুন মরসুমের জন্য ঘর গোছাচ্ছে ইস্টবেঙ্গল।
আর সেই সূত্রেই, ব্রাজিলিয়ান তারকা মিগুয়েলের পর সার্বিয়ান ডিফেন্ডার ইভান মিলাদিনোভিচকে একপ্রকার সই করিয়ে নেওয়ার পথে পা বাড়িয়েছিল লাল হলুদ। ইভানের সাথে কথাবার্তাও একপ্রকার পাকা হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল কর্তাদের। শুধু সই করানো ছিল সময়ের অপেক্ষা। এমতাবস্থায়, সার্বিয়ার এই ডিফেন্ডারকে নিয়ে বিরাট ধাক্কা খেলো ইস্টবেঙ্গল এফসি।
বিদেশিকে নিয়ে বিপদে লাল হলুদ!
রক্ষণ যন্ত্রণায় মলম লাগাতে সার্বিয়ান ডিফেন্ডার ইভানকে আর কিছুদিনের মধ্যেই সই করিয়ে নিত লাল হলুদ, পরিস্থিতি যখন এমন ঠিক সেই আবহে আচমকা রক্ষণকর্তা ইভানকে নিয়ে বেঁকে বসলো কাজাখস্তানের ক্লাব টোবল কোস্টানে। সূত্রের খবর, ক্লাবটির তরফে জানানো হয়েছে, ইভানকে এখনই ছাড়তে রাজি নন তারা। আর এমন খবরের পরই একপ্রকার মাথায় আকাশ ভেঙেছে ইস্টবেঙ্গলের! যদিও হাল ছাড়ার পাত্র নয় কলকাতা ময়দানের এই প্রধান।
জানা যাচ্ছে, বিদেশি ক্লাবের আপত্তি থাকা সত্ত্বেও তুখড় ফুটবলারকে দলে ভেড়াতে চান লাল হলুদের একাংশ। তবে বাস্তবিক অর্থে, ইভানকে দলে পেতে হলে আপাতত সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে লাল হলুদ জনতাকে। তবে অনেকেই মনে করছেন, রক্ষণভাগ সামলাতে এতদিন অপেক্ষা করে নাও থাকতে পারে লাল হলুদ! মনে করা হচ্ছে, শেষ চেষ্টায় ইভানকে না পাওয়া গেলে তাঁর বিকল্পের খোঁজ শুরু করে দিতে পারেন কোচ অস্কার।
ইস্টবেঙ্গলের নজরে রয়েছেন একাধিক যোগ্য ভারতীয়
সূত্রের যা খবর, বর্তমানে ভারতীয় সাইড ব্যাক ও একজন যোগ্য স্টপারকে দলে নিতে চাইছেন কোচ অস্কার। শোনা যাচ্ছে, সেই সূত্রেই এবার লাল হলুদের নজরে রয়েছেন বেঙ্গালুরুর রাহুল ভেকে ও মুম্বইয়ের মেহতাব সিং। তবে সেই পথে রয়েছে একাধিক কাঁটা। সূত্র বলছে, বেঙ্গালুরুর রাহুলকে দলে নিতে চাইলে মোটা অঙ্কের ট্রান্সফার ফি গুনতে হবে ইস্টবেঙ্গল কর্তাদের। অন্যদিকে মেহতাবের কাছে ইতিমধ্যেই প্রস্তাব পৌঁছেছে প্রতিবেশী মোহনবাগানের।
অবশ্যই পড়ুন: মেট্রো যাত্রীদের জন্য দুঃসংবাদ! ফের বাড়ল ভাড়া, দেখে নিন নতুন টিকিট প্রাইস
ফলত, দুই ফুটবলার যে লাল হলুদে আসবেনই সে কথা একেবারেই নিশ্চিত নয়। ওদিকে অভিষেক সিংকে ছাড়তে 2 কোটি টাকার চেয়ে বসেছে পাঞ্জাব। সব মিলিয়ে, পুরনো ভুল ত্রুটি শুধরে দল গোছাতে গিয়েও বারংবার মুখ থুবড়ে পড়ছে ইস্টবেঙ্গল। যদিও লাল হলুদ সমর্থকদের অনেকেই মনে করছেন, সময় নিলেও একেবারে দক্ষ ফুটবলারদের বেছে বেছে দলে টানবেন অস্কার।