ঘুরে দাঁড়াতেই হবে, ক্লেটনের সামনে মোহনবাগানকে হারানো চ্যালেঞ্জ

Published on:

cleiton silva

প্রীতম সাঁতরা, কলকাতাঃ ডার্বির (Mohun Bagan SG vs East Bengal FC) আগে আত্মবিশ্বাস হারাতে নারাজ কেল্টন সিলভা (Cleiton Silva)। দলকে কী করে জয়ের সরণিতে ফিরিয়ে নিয়ে আসা যায় সেই চেষ্টাতে আপাতত তিনি রয়েছেন। ইস্টবেঙ্গলে খেলার সুবাদে কলকাতা ডার্বির (Mohun Bagan vs East Bengal) চাপ সম্পর্কে ওয়াকিবহাল এই ব্রাজিলিয়ান। তবে বাড়তি চাপ নিতে তিনি নারাজ। বরং ম্যাচের আগে তিনি বলে দিলেন, “চাপ নেওয়ার কিছু নেই।”

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পয়েন্ট তালিকার তলানিতে দল

চলতি ইন্ডিয়ান সুপার লিগে এখনও জয়ের খোঁজ পায়নি ইস্টবেঙ্গল এফসি। পরপর ম্যাচ হেরে আইএসএল পয়েন্ট তালিকার তলানিতে দল। হাতে এখনও অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে। পয়েন্ট জিততে শুরু করলে প্লে অফের দাবিদার হয়ে উঠতে পারবে লাল হলুদ ব্রিগেড। জেতার অভ্যাস মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে হতে চলা ম্যাচ থেকে তৈরি করতে চাইছেন ক্লেটন।

‘বাড়তি চাপ নেওয়ার কিছু নেই’

মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে ক্লেটন বলেছেন, “বাড়তি চাপ নেওয়ার কিছু নেই। এই ম্যাচের গুরুত্ব সম্পর্কে দলের সকলে অবগত। প্রায় ৬০ হাজার দর্শকের সামনে খেলতে হবে, নিঃসন্দেহে সবথেকে বড় ম্যাচ। এটাই আমাদের কাছে বাড়তি মোটিভেশনের কাজ করবে।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ফর্মে ফিরতে হবে সিলভাকেও

শুধু ইস্টবেঙ্গল এফসি নয়, ফর্মে ফিরতে হবে সিলভাকেও। চলতি মরশুমে সিলভা যেন গত মরশুমের ছায়া মাত্র। পুরো নব্বই মিনিট মাঠে দৌড়ানোর মতো অবস্থায় বিগত ম্যাচগুলোতে তাঁকে দেখা যায়নি। মোহনবাগান ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট আদায় করার জন্য দরকার গোল।

দরকার টিম গেম

অন্তরবর্তী কোচ বিনো জর্জের তত্ত্ববধানে ইস্টবেঙ্গল তাদের শেষ ম্যাচে খারাপ খেলেনি। গোলমুখী আক্রমণের সংখ্যা ছিল তুলনামূলক বেশি। শুধু গোল করাই নয়, মোহনবাগানের তারকাখচিত আক্রমণভাগ সামলাতে হবে ইস্টবেঙ্গলের ফুটবলারদের। সব মিলিয়ে দরকার টিম গেম।

দায়িত্ব নিতে চলেছেন অস্কার

কার্লস কুয়াদ্রতের বদলে ইস্টবেঙ্গলের হেড কোচের দায়িত্ব নিতে চলেছেন অস্কার ব্রুজন। নতুন কোচের হাতে দায়িত্ব তুলে দেওয়ার আগে বিনো চাইবেন দলের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে, সেই সঙ্গে অবশ্যই দরকার একটা পয়েন্ট। অতীতে বড় ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর উদাহরণ একাধিক রয়েছে। ইস্টবেঙ্গল বরাবর ঘুরে দাঁড়ানোর জন্য সুনাম অর্জন করেছে। এবারেও দেওয়ালে পিঠ ঠেকছে, ক্লেটনদের ঘুরে দাঁড়াতে হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group