চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইস্টবেঙ্গলের ঘায়েল হওয়া বাঘ!

Published:

East Bengal FC Footballer is preparing to return to the field after recovering from injury
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রাক্তন কোচ কার্লস কুয়াদ্রাত থেকে শুরু করে লাল হলুদের বর্তমান হেড স্যার অস্কার ব্রুজো, দুই মহারথীর শাসনকালে ইস্টবেঙ্গলের (East Bengal FC) মাঝমাঠের অন্যতম চালিকাশক্তি ছিলেন তিনি। শেষ ফুটবল সিজনে তাঁর ওপরই ভরসা ছিল লাল হলুদের। সেই মতোই মশাল আঁকা জার্সি গায়েই মাঝ মাঠে জাত চেনাচ্ছিলেন সেই ফরাসি তারকা। তবে ছন্দপতন হয় ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের শেষের দিকে।

নিজেদের ঘরের মাঠেই শক্তিশালী ওড়িশা এফসির বিপক্ষে খেলতে গিয়েই গুরুতর চোট পান ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার মাদিহ তালাল। এরপরই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়তে হয় তাঁকে। যদিও পরবর্তীতে মাঠে ফিরলেও ফের তাঁকে তুলে নিয়ে বিশ্রামে পাঠায় লাল হলুদ। যার জেরে চোট নিয়েই একটা সময়ে গোটা ISL মরসুম থেকেই ছিটকে গিয়েছিলেন তালাল। এবার তাঁর প্রত্যাবর্তনের খবরেই খুশির জোয়ার এসেছে ইস্টবেঙ্গল শিবিরে! আপাতত যা খবর, খুব শীঘ্রই চোট কাটিয়ে মাঠে ফিরতে পারেন তিনি।

তালালের অভাব ভুগিয়েছিল ইস্টবেঙ্গলকে

গত ইন্ডিয়ান সুপার লিগে মাদিহ তালালের মতো একজন ভরসাযোগ্য ফুটবলারের অনুপস্থিতিতে একেবারে ছন্নছাড়া অবস্থা হয়েছিল ইস্টবেঙ্গলের! যার জেরে তালাল বিনা ইন্ডিয়ান সুপার লিগের সুপার সিক্সে জায়গা করে উঠতে পারেনি মশাল বাহিনী। তাছাড়াও পরবর্তীতে AFC চ্যালেঞ্জ লিগের মঞ্চেও বিদেশি দল আর্কাদাগের কাছে ধরাশায়ী অবস্থা হয়েছিল লাল হলুদ বাহিনীর।

ফলত শেষ পর্যন্ত সব আশা খুইয়ে কলিঙ্গ সুপার কাপের মঞ্চেও পরাস্ত হয় ইস্টবেঙ্গল এফসি। আর এই প্রতিটি পরাজয়ের ধাক্কা লাল হলুদকে বারংবার মাদিহ তালালের নামটাই স্মরণ করিয়েছিল। এবার যা খবর পাওয়া যাচ্ছে, খুব শীঘ্রই নতুন মরসুমের জন্য তালালকে দলে পাচ্ছেন কোচ অস্কার।

অবশ্যই পড়ুন: বাড়ল লজ্জা! ১০ দিনের ব্যবধানে ফের ফাইনাল হারলেন শ্রেয়স আইয়ার

কবে মাঠে ফিরছেন তালাল?

বেশ কয়েকটি সূত্র বলছে, চোট সারিয়ে এবার দলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মাদিহ। খোঁজ নিয়ে জানা গেল, খুব শীঘ্রই হয়তো ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তুলে মাঠে ঝাঁপিয়ে পড়বেন এই ফরাসি ফুটবলার! যদিও সে প্রসঙ্গে লাল হলুদ কর্তাদের তরফে কোনও বার্তা মেলেনি। তবে সূত্র বলছে, নিজেকে ধীরে ধীরে সুস্থ করে এবার ইস্টবেঙ্গলে ফিরতে মরিয়া তালাল। সব ঠিক থাকলে খুব শীঘ্রই লাল হলুদ শিবিরে যোগ দিয়ে ভক্তদের মুখের হাসি চওড়া করবেন তিনি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join