হয়ে গেল চুক্তি, ইস্টবেঙ্গলের হয়ে প্রতিপক্ষের স্বপ্ন ভাঙতে আসছেন দুই শক্তিমান ফুটবলার

Published:

East Bengal FC has already signed Mohammad Rashid and Miguel
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাঘের মতোই কামব্যাক করবে ইস্টবেঙ্গল (East Bengal FC)! ব্যর্থ হলেও এমন আশা নিয়েই অপেক্ষার প্রহর গুনছেন মশালবাহিনীর সমর্থকরা। ভক্তদের সেই আশাতে জল ঢালতে চায়না ইস্টবেঙ্গলও। তাই নতুন মরসুমের জন্য একেবারে নতুন রূপে প্রত্যাবর্তন করতে চাইছে বাগান প্রতিবেশী লাল হলুদ।

সেই সূত্রেই, প্রধান কোচ অস্কার ব্রুজোর সবুজ সংকেত নিয়েই একে একে নতুন ফুটবলার সই করাচ্ছেন হেড অফ ফুটবল থাংবোই সিংটো। বলে রাখি, ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের সেই তালিকায় নাম জুড়েছে দুই শক্তিমান ফুটবলার তথা দুই দেশের দুই তারকা মিগুয়েল ফেরেইরা ও মহম্মদ রশিদের। দুই দিগপাল ফুটবলারকে সই করিয়ে মাঠে গতি ও ভারসাম্য দুইই বজায় রাখতে চাইছে মশাল ব্রিগেড।

মিগুয়েলকে মনের মতো করে তৈরি করবেন কোচ অস্কার

ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগে কোচ অস্কারের তত্ত্বাবধানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে মাঠ কাঁপিয়েছিলেন ব্রাজিলের তুখোড় ফুটবলার মিগুয়েল। খেলোয়াড়ের সেই পেশাদার ফুটবল দেখেই লাল হলুদের তালিকায় তাঁর নাম মনোনীত করেন স্প্যানিশ কোচ অস্কার। ফুটবল বিশেষজ্ঞদের একাংশের দাবি, মিগুয়েল কেমন খেলেন অর্থাৎ তাঁর ফুটবলের প্রকৃতি জানেন অস্কার।

তাই বসুন্ধরা কিংসে থাকাকালীন তিনটি শিরোপা জেতা ও ক্লাবের দেশীয় আধিপত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মিগুয়েলকে এবার মনের মতো করে তৈরি করতে চাইছেন অস্কার। অনেকেই মনে করছেন, মিগুয়েলের ফুটবলের প্রতি একাগ্রতা, নির্ভুল দৃষ্টিভঙ্গি, পাসের নির্ভুলতা, খেলায় নিয়ন্ত্রণ সহ ফুটবল দক্ষতা ইস্টবেঙ্গলের আক্রমণাত্মক কৌশলের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। যা ভাল মতোই বুঝে গিয়েছেন মশাল বাহিনীর হেডস্যার।

লাল হলুদের শক্তি বাড়াবেন মহম্মদ রশিদও

প্যালেস্টাইনের অন্যতম তুখোড় মিডফিল্ডার মহম্মদ রশিদকে দলে নেওয়ার আগে কোচ অস্কার যে সাত পাঁচ ভেবেছেন তা বলার অপেক্ষা রাখে না। কেননা, 29 বছর বয়সী এই ফুটবলারের দৃঢ়তা ও কৌশলগত শৃঙ্খলা তাঁর অন্যতম ফুটবলীয় পরিচয়। তাছাড়াও সর্বশেষ ইন্দোনেশিয়ার লিগে 1-এ পারসেবায়া সুরাবায়ার হয়ে অনবদ্য ফুটবল দেখিয়েছিলেন তিনি।

তার আগে ইউনাইটেডের হয়েও খেলেছেন রশিদ। লাল হলুদ ভক্ত থেকে শুরু করে ফুটবল বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, এই শক্তিশালী প্যালেস্টিনিও ফুটবলার লাল হলুদে যোগ দেওয়া মানেই ইস্টবেঙ্গলের শক্তি এবার ধরাছোঁয়ার বাইরে! হ্যাঁ, ইস্টবেঙ্গলে রশিদের অন্তর্ভুক্তি মশাল ব্রিগেডকে যে একটা অন্য মাত্রা দেবে তা বুঝতে পারছেন বহু ফুটবল প্রিয় মানুষজন।

অবশ্যই পড়ুন: ভারতের হাত ধরে আমেরিকা দখল করতে চায় চিন! পথ তৈরি করবেন মুকেশ আম্বানি?

উল্লেখ্য, ইস্টবেঙ্গল সূত্রে খবর, ব্রাজিলের মিগুয়েল ও প্যালেস্টাইনের মহম্মদ রশিদ, এই দুই তারকা ফুটবলারই ইতিমধ্যেই ক্লাবের চুক্তিতে স্বাক্ষর করেছেন। ফলত, এখন তাঁদের ইস্টবেঙ্গল ফুটবলার বললে খুব একটা ক্ষতি হবে না বোধহয়!

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join