চূড়ান্ত জোড়া বিদেশি! এবার এই দুই আসন ভরাতে শক্তিশালী ফুটবলার খুঁজছে ইস্টবেঙ্গল

Published:

East Bengal may appoint an Indian star as coach
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরনো সব ব্যর্থতা ভুলে নতুন মরসুমের জন্য নিজেদের শক্ত হাতে সাজিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। আপাতত যা খবর, 3 বিদেশি ছাঁটাইয়ের পাশাপাশি দুই তুখোড় তারকা অর্থাৎ ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েল ফেরেইরা ও প্যালেস্টাইনের ধুরন্ধর মহম্মদ রশিদকে ইতিমধ্যেই পাকা করে নিয়েছে লাল হলুদ।

তবে দুই বিদেশি সই করিয়ে সন্তুষ্ট নয় ইস্টবেঙ্গল। খোঁজ চলছে আরও কয়েকজন নামজাদা ফুটবলারের। সূত্রের খবর, মূলত দুই পজিশনের জন্য একেবারে দক্ষ বিদেশি খুঁজে নিতে চাইছে মশাল ব্রিগেডের ম্যানেজমেন্ট।

এই দুই পজিশনের জন্য চলছে খোঁজ

লাল হলুদ সূত্রে খবর, দুই বিদেশিকে চূড়ান্ত করার পর এবার একজন ভাল মানের দক্ষ সেন্টার ব্যাক ও একজন দুরন্ত স্ট্রাইকারকে সই করাতে চাইছে কলকাতা ময়দানের এই প্রধান। জানা যাচ্ছে, লাল হলুদে খেলতে ইতিমধ্যেই সিভি জমা দিয়েছেন বহু দেশি-বিদেশি ফুটবলার। এসবের পাশাপাশি রাডারে থাকা অন্যান্য তারকা ফুটবলারদের সাথে যোগাযোগের আপ্রাণ চেষ্টা করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

সূত্র বলছে, যত দ্রুত সম্ভব এই দুই পজিশনের জন্য দুজন দক্ষতা সম্পন্ন ও তুখোড় ফুটবলারকে সই করিয়ে নিতে চাইছে ইমামির মালিকানাধীন দল। কিন্তু কেন হঠাৎ এই দুই পজিশনের জন্য এত বেশি উতলা হয়ে উঠল ইস্টবেঙ্গল এফসি? কারণটা হয়তো লাল হলুদ সমর্থকদের সকলেই জানেন।

অবশ্যই পড়ুন: শত্রু হলেও পাকিস্তান, চিন, তুর্কি থেকে অনেক আমদানি করে ভারত! তালিকায় কী কী?

কেন এই দুই পজিশনের জন্য হন্যে হয়ে ফুটবলার খুঁজছে ইস্টবেঙ্গল ?

বলে রাখি, গত মরসুমে অনেক বিশ্বাস নিয়ে দিমিত্রিওস দিয়ামানতাকোসকে দায়িত্ব দিয়েছিল ইস্টবেঙ্গল। তবে সেবার ভাল মানের ফুটবল দেখিয়ে ক্লাব কর্তাদের মন জয় করতে পারেননি তিনি। এ প্রসঙ্গে ইন্ডিয়ান সুপার লিগের ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, দলের সতীর্থরা আমার খেলার ধরন বুঝে উঠতে পারছে না! অন্যদিকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভাকে নিয়েও কার্যত একই সমস্যায় পড়েছিল লাল হলুদ। ইস্টবেঙ্গলের জার্সি গায়ে নিজের জাত চেনাতে পারেননি এই বিদেশিও।

তার ওপর আবার কোচের সাথে বিবাদ নিয়ে দল ছেড়েছেন তিনি। ফলত, সবদিক মাথায় রেখে আসন্ন মরসুমে নির্ভুল ফুটবল উপহার দিতে একজন বিদেশি স্ট্রাইকার ও দক্ষ সেন্টার ব্যাক খুঁজে রাখতে চাইছে ইস্টবেঙ্গল এফসি। তাছাড়াও শোনা যাচ্ছে, রক্ষণকে শক্তিশালী করে তুলতে ভাল মানের বিদেশি ডিফেন্ডারের খোঁজ চালাচ্ছে লাল হলুদ ম্যানেজমেন্ট।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join