বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যর্থতার নেপথ্যে দুর্বল রক্ষণভাগ। তাই আসন্ন মরসুমে আর একই ভুল নয়। ISL থেকে শিক্ষা নিয়ে এবার রক্ষণ যন্ত্রণা ঢাকতে পাঞ্জাবের ঘরে ঢুু মেরেছে ইস্টবেঙ্গল(East Bengal FC)। শোনা যাচ্ছে, পাঞ্জাব এফসির রাইটব্যাককে নাকি দলে আসার প্রস্তাব দিয়েছে লাল হলুদ। তাতে ট্রান্সফার ফ্রি দিতে সমস্যা নেই কলকাতা ময়দানের এই প্রধান দলের।
ভারতীয় ডিফেন্ডারে চোখ পড়েছে ইস্টবেঙ্গলের
বেশ কয়েকটি সূত্র যা জানাচ্ছে তাতে চাপে পড়বে পাঞ্জাব। খোঁজ নিয়ে জানা গেল, গোট ISL মরসুমে যে রক্ষণভাগ নিয়ে একপ্রকার মুখ থুবড়ে পড়েছিল লাল হলুদ, এবার সেই ক্ষত ঢাকতেই ভারতীয় ডিফেন্ডারকে দলে টানতে মরিয়া হয়ে উঠেছে মশাল বাহিনী। সূত্র বলছে, পাঞ্জাবের রাইটব্যাক অভিষেক সিংকেই নাকি ভবিষ্যতের পথ চলার সঙ্গী করতে চাইছে অস্কার ব্রুজোর দল।
ট্রান্সফার ফি দিয়েই পাঞ্জাবের ঘর ভাঙবে ইস্টবেঙ্গল?
ঘর ভাঙতে চলেছে পাঞ্জাবের। কারণ, ট্রান্সফার ফি দিয়েই নিজেদের রক্ষণ যন্ত্রণায় মলম লাগাতে চাইছে ইস্টবেঙ্গল। সেই সূত্র ধরেই, মোটা অঙ্ক খরচ করে প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির সাথে যুক্ত ভারতীয় রাইট ব্যাক অভিষেককে দলে নিতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন লাল হলুদ কর্তারা।
হঠাৎ কেন অভিষেককেই দলে নিতে মরিয়া অস্কাররা?
ইন্ডিয়ান সুপার লিগে দলের হয়ে প্রায় 22টি ফুটবল ম্যাচ খেলেছেন বছর কুড়ির অভিষেক। জানা যাচ্ছে, বেশিরভাগ ম্যাচেই নিজের গোছানো ফুটবল দক্ষতা দিয়ে নজর কেড়েছেন তিনি। আর সেজন্যই নাকি এবার এই তরুণ ডিফেন্ডারকে দলে নিতে আমরণ চেষ্টা করছে ইস্টবেঙ্গল।
সূত্রের খবর, 2026 সাল পর্যন্ত পাঞ্জাব এফসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই মণিপুরী ফুটবলার। কাজেই এই মুহূর্তে তাঁকে দলে নিতে হলে বাড়তি ট্রান্সফার ফি খরচ করতে হবে ইস্টবেঙ্গল কর্তাদের। শোনা যাচ্ছে, তাতে নাকি আপত্তি নেই লাল হলুদদের। সেই মতো প্রাথমিক প্রস্তাবও নাকি পৌঁছে গিয়েছে ফুটবলারের কাছে।
অবশ্যই পড়ুন: RCB-র ম্যাচের আগেই বড় আপডেট! KKR-এ খেলা ১১ কোটির প্লেয়ার যোগ দিচ্ছেন LSG-তে?
আদৌ ইস্টবেঙ্গলে ভিড়বেন অভিষেক?
গোটা ISL মরসুমে দলের ছেলেদের একাধিক ভুল সিদ্ধান্ত ও দুর্বল রক্ষণভাগ নিয়ে ডুবেছে ইস্টবেঙ্গল। শেষমেষ নিয়ম রক্ষার ম্যাচ দিয়ে যাত্রা শেষ করে AFC চ্যালেঞ্জ লিগের সেমিতে ওঠার স্বপ্ন দেখেছিল লাল হলুদ জনতা। তবে তুর্কমেনিস্তানের শক্তিশালী দল আর্কাদাগ মশাল বাহিনী সমর্থকদের সেই স্বপ্ন চুরমার করে দিয়েছে।
চ্যালেঞ্জ লিগের দুই কোয়ার্টার ফাইনালেই লজ্জার পরাজয় দেখেছে ইস্টবেঙ্গল। ফলত, এখন লাল হলুদের লক্ষ্য সুপার কাপ। তবে তার আগে আসন্ন মরসুমের জন্য ভুল ত্রুটি শুধরে দক্ষ রক্ষণকর্তা খুঁজছেন অস্কার। আর সেই কারণেই পাঞ্জাবের ঘর ভেঙে তরুণ ডিফেন্ডারকে দলে নিতে চাইছে কলকাতা ময়দানের এই প্রধান। তবে চেনা পরিবেশ থেকে বেরিয়ে অভিষেক অন্যত্র যোগদান করবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |