প্রীতম সাঁতরাঃ কলকাতা ময়দানে ফের আলোচনার কেন্দ্রে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। সিনিয়র দলের নতুন কোচ কে হবেন সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। একাধিক কোচের নাম ভেসে উঠেছে। শেষ পর্যন্ত ক্লাব কাকে চূড়ান্ত করবে বলা মুশকিল। একই সঙ্গে প্রশ্ন, কবে চূড়ান্ত হতে পারে ইস্টবেঙ্গল এফসির নতুন হেড কোচের নাম।
সুপার কাপ জিতে দীর্ঘ দিনের ট্রফি খরা কাটিয়েছিলেন কুয়াদ্রাত
সুপার কাপ জিতে দীর্ঘ দিনের ট্রফি খরা কাটিয়েছিলেন কার্লস কুয়াদ্রাত। রাতারাতি ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে তিনি হয়ে উঠেছিলেন ‘প্রফেসর’। নতুন মরশুমে সেই কুয়াদ্রাতকে শুনতে হয়েছে গো ব্যাক শ্লোগান। পরপর ম্যাচ হেরে কোচের ওপর আস্থা হারিয়েছিলেন লাল হলুদ সমর্থকরা। এবার খাতায় কলমে বেশ ভাল দল গড়েছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। কিন্তু পারফরম্যান্স দেখে তা বোঝার উপায় নেই। কুয়াদ্রাতের ওপর চাপ বেড়েছিল। শেষ পর্যন্ত সরে দাঁড়ান নিজের দায়িত্ব থেকে।
কে হতে পারেন ইস্টবেঙ্গল এফসির নতুন কোচ?
কার্লস কুয়াদ্রাত ইস্টবেঙ্গলের সিনিয়র দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর রিজার্ভ দলের প্রশিক্ষক বিনো জর্জের কাঁধে দেওয়া হয় বাড়তি দায়িত্ব। নতুন কোচ না আসা পর্যন্ত বিনোর পর্যবেক্ষণে থাকবে ইস্টবেঙ্গলের আইএসএল দল। ক্লাবে কুয়াদ্রাতের উত্তরসূরি হিসেবে একাধিক বিদেশি কোচের নাম ঘোরাফেরা করছে। যার মধ্যে এন্টোনিও লোপেজ হাবাসকে নিয়েও জল্পনা রয়েছে। তিনি সম্ভবত ইস্টবেঙ্গলের কোচ হচ্ছে না। তাহলে কে হতে পারেন ইস্টবেঙ্গল এফসির নতুন কোচ? একই সঙ্গে প্রশ্ন, নতুন কোচ কবে চূড়ান্ত করবে ক্লাব?
ডার্বির আগেই হয়তো ঘোষণা
আগামী ১৯ অক্টবর মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ইস্টবেঙ্গল এফসির ম্যাচ রয়েছে। আসন্ন এই বড় ম্যাচের আগেই নতুন কোচ চূড়ান্ত করতে পারে লাল হলুদ শিবির। ময়দানে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। মোহনবাগান ম্যাচের আগে ইস্টবেঙ্গলকে খেলতে হবে জামশেদপুর এফসির বিরুদ্ধে। এই ম্যাচের জন্য দলকে তৈরি করার দায়িত্ব থাকছে বিনো জর্জের কাঁধে।
পয়েন্ট টেবিলের শেষে ইস্টবেঙ্গল
চলতি ইন্ডিয়ান সুপার লিগ পয়েন্ট তালিকার একেবারে শেষে রয়েছে ইস্টবেঙ্গল এফসি। তিন ম্যাচ খেলে তিনটিতেই দল হেরেছে। জামশেদপুর ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে চাইবে মশাল বাহিনী