কাঁদবে প্রতিপক্ষ, মোহনবাগানে খেলা বাঘা ফুটবলারকে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল!

Published on:

East Bengal FC may sign a footballer who played for Mohun Bagan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে অনিশ্চয়তার মধ্যেও দল বদলের বাজারে হাওয়া গরম ইস্টবেঙ্গলের। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে লাল হলুদকে নিয়ে শোনা যাচ্ছে একাধিক নতুন খবর। আসলে গত মরসুমে হতশ্রী পারফরমেন্স নিয়ে নাক কাটা গিয়েছিল মশাল বাহিনীর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তাই নতুন করে আর একই যন্ত্রণায় ভুগতে চাইছে না কলকাতা ময়দানের এই প্রধান। মূলত সেই কারণেই গাড্ডায় পড়েও ঘুরে দাঁড়াতে চাইছে শহরের এই ঐতিহ্যবাহী দল। আর সেই সূত্র ধরেই এবার, মোহনবাগানের হয়ে খেলা এক দাপুটে ফুটবলারকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল, এমনটাই সূত্রের খবর।

সবুজ মেরুনে খেলা অভিজ্ঞকে দলে নিতে চায় লাল হলুদ!

সম্প্রতি জল্পনা বেড়েছে লাল হলুদে নাকি আসছেন মোহনবাগানে বুক চিতিয়ে অনবদ্য ফুটবল দেখানো তারকা আশুতোষ মেহতা। সূত্র বলছে, গত মরসুমে জামশেদপুর এফসির হয়ে খেলা এই অভিজ্ঞ রাইট ব্যাককে দলে নিতে আর দ্বিতীয় চিন্তা করবে না ইমামি ইস্টবেঙ্গল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কেননা, ভারতীয় ফুটবল সম্পর্কে তার অভিজ্ঞতা প্রচুর। এর আগে মোহনবাগানের পাশাপাশি খেলেছেন নর্থইস্ট ইউনাইটেডের মতো বড় ক্লাবে। কাজেই দেশীয় ফুটবলের পালস তিনি বোঝেন। হয়তো সেই কারণেই, এই 34 বছর বয়সী দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলারটিকে নিজেদের সৈনিক করতে চাইছে ইলিশ প্রেমীদের দল। যদিও ইস্টবেঙ্গলের তরফে আশুতোষকে নিয়ে কোনও রকম আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

অবশ্যই পড়ুন: 2026 ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে না ভারত, পাকিস্তান! নেপথ্যে বড় কারণ

উল্লেখ্য, জামশেদপুরের হয়ে গত সিজনে নিজের অনবদ্য ফুটবল শৈলী দেখিয়েছেন আশুতোষ। মোট 14 ম্যাচে অংশ নিয়ে 34টি রিকভারি, দুটি ক্লিনশিট, 12টি ইন্টারসেপশন, পাঁচটি ব্লকিং রয়েছে তাঁর নামে। এছাড়াও 120টি সফল পাস ও 5 বার ভয়ঙ্কর ভাবে গোলের সুযোগ তৈরি করেছিলেন মেহতা।

সেই সাথেই তাঁর নামে রয়েছে 30টি ক্লিয়ারেন্স। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, মোহনবাগানের মতো দলের হয়ে খেলা ভারতীয় তারকা আশুতোষ রাইট ব্যাক পজিশনে খেলার পাশাপাশি রাইট উইংয়েও তিনি প্রায় সমানভাবে দক্ষ। হয়তো সেই কারণেই লাল হলুদের নজরে পড়ে গিয়েছেন এই অভিজ্ঞ ফুটবলার!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group