বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ইন্ডিয়ান সুপার লিগে ব্যর্থ হলেও দল গোছানোর লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)। বিগত মরসুমের ভুল ত্রুটি শুধরে অন্যান্য বারের থেকে একটু ভিন্ন ধাঁচে কামব্যাক করতে চাইছে লাল হলুদ। আর সেই সূত্র ধরেই, এবার 3 বিদেশি ছাঁটাইয়ের আবহে মুম্বই সিটি এফসির এক ফুটবলারকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে ইস্টবেঙ্গল এফসি। কে তিনি? জানব।
3 বিদেশি ছাঁটাই করেছে লাল হলুদ
গত ইন্ডিয়ান সুপার লিগে ভরাডুবির পর 3 বিদেশি ফুটবলারকে ছাঁটাই করেছে বাগান প্রতিবেশী ইস্টবেঙ্গল। সম্প্রতি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে গত সিজনে ব্যর্থ রিচার্ড সালিস, হেক্টর ইউস্তে ও মেসি বৌলিকে বিদায় জানিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট।
তবে তিন বিদেশিকে বিদায় দেওয়ার আগেই ব্রাজিলের তুখোড় ফুটবলার মিগুয়েল ফেরেইরা ও প্যালেস্টাইনের মহম্মদ রশিদকে পাকা করে নিয়েছে মশাল ব্রিগেড। এমতাবস্থায়, আরও দু একজন নতুন বিদেশি সহ দেশীয় ফুটবলারদের বেছে বেছে সই করাতে চাইছে অস্কারের দল। এবার সেই লক্ষ্যেই নাকি মুম্বইয়ের হয়ে খেলা ফুটবলারকে দলে নিতে ঝাঁপিয়েছে লাল হলুদ!
অবশ্যই পড়ুন: জুনের তৃতীয় সপ্তাহে লটারিতে ভাগ্য ফিরছে এই ৮ রাশির
কাকে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল?
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, মুম্বই সিটি এফসির হয়ে মাঠ কাঁপানো ফুটবলার বিক্রম প্রতাপ সিংকে নাকি দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল এফসি! গত মরসুমে ভিন রাজ্যের দলের হয়ে দুরন্ত ফুটবল দেখানো এই 23 বছর বয়সী তরুণ ফরোয়ার্ডকে সই করিয়ে দলের যন্ত্রণা ঢাকতে চাইছেন কোচ অস্কার!
শোনা যাচ্ছে, বহু আগে থেকেই নাকি লাল হলুদ কর্তারা বিক্রমের ওপর নজর রেখেছিলেন। খোঁজ নিয়ে জানা গেল, দীর্ঘ অপেক্ষার পর ইতিমধ্যেই নাকি মুম্বইয়ের ওই ফুটবলারের সাথে কয়েক দফা কথা হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। সব ঠিক থাকলে, খুব শীঘ্রই এই কোটি টাকার ফুটবলারকে দলে টেনে নিতে পারে কলকাতা ময়দানের এই প্রধান।