বিক্রম ব্যানার্জী, কলকাতা: অন্যান্য দলের সাথে পাল্লা দিয়ে একেবারে নাওয়া খাওয়া ভুলে নতুন মরসুমের জন্য সংসার গোছাচ্ছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। গত মরসুমে হতশ্রী পারফরমেন্স নিয়ে যথেষ্ট লজ্জায় লাল হলুদ, আর সেই লজ্জা ভাঙতে দল থেকে ব্যর্থ ফুটবলারদের ছেটে ফেলে নতুন মুখদের সই করাতে একেবারে উঠে পড়ে লেগেছে কলকাতা ময়দানের এই প্রধান। এমতাবস্থায়, 3 বিদেশিকে বিদায় দেওয়ার পাশাপাশি এবার এক ভারতীয় ফুটবলারে নজর পড়েছে বাগান প্রতিবেশীর।
কাকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল?
বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, ঘর গোছানোর আবহে অন্যান্য বিদেশি ফুটবলারের পাশাপাশি দেশের তুখোড় ফুটবলারদের রাডারে রেখেছেন প্রধান কোচ অস্কার ব্রুজো। জানিয়ে রাখি, ইতিমধ্যেই দুই বিদেশি তারকা মিগুয়েল ও মহম্মদ রশিদের সাথে চুক্তি পাকা করে নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। তবে দুই ফুটবলার সই করিয়ে কি আর থেমে থাকে লাল হলুদ?
জানা যাচ্ছে, দলের শক্তি বাড়াতে আরও নতুন নতুন প্রতিভাকে লাল হলুদ জার্সি গায়ে তুলে দিতে চাইছেন অস্কার। আর সেই সূত্র ধরেই এবার নাকি, শক্তিশালী দল এফসি গোয়ার প্রাণভোমরা তথা অন্যতম খুঁটি জয় গুপ্তাকে কিনে নিতে চাইছে ইমামির মালিকানাধীন দল।
খোঁজ নিয়ে জানা গেল, নিজেদের রক্ষণভাগ মজবুত করতে এফসি গোয়ার শক্তিশালী তারকা জয়কে সই করাতে একেবারে মরিয়া চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল। সূত্র বলছে, ইতিমধ্যেই নাকি জয়ের সাথে কয়েক প্রস্থ কথা হয়ে গিয়েছে লাল হলুদ কর্তাদের। এমনকি এও শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গলে খেলতে জয় যে অর্থ দাবি করেছেন, তাও নাকি দিতে রাজি হয়ে গিয়েছে মশালবাহিনীর ম্যানেজমেন্ট! এখন দেখার গোয়ার হয়ে মাঠ কাঁপানো এই ফুটবলারকে অন্য কেউ ছো মারার আগে ইস্টবেঙ্গল দলে নিতে পারে কিনা।
অবশ্যই পড়ুন: ৩০ সেপ্টেম্বর ডেডলাইন, ১০০ ও ২০০ টাকার নোট নিয়ে বিরাট সিদ্ধান্ত RBI-র
প্রসঙ্গত, বহু ফুটবল বিশেষজ্ঞের দাবি, জয়কে ছাড়তে মোটা অঙ্কের ট্রান্সফার ফি চেয়ে বসতে পারে গোয়া। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, লাল হলুদের এক সূত্র নাকি জানিয়েছে, গোয়ার সাথে ইতিমধ্যেই যোগাযোগ করার চেষ্টা করেছে ইস্টবেঙ্গল! কাজেই শেষ পর্যন্ত যদি ভিন রাজ্যের ফুটবল দলের অর্থের দাবি ইস্টবেঙ্গল মেনে নেয়, সেক্ষেত্রে জয়ের গায়ে লাল হলুদ জার্সি ওঠা শুধুই সময়ের অপেক্ষা।