বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মরসুমে ব্যর্থতার পরিধি কমানো তো দূর বরং আরও বেশি করে অসফলতার জালে জড়িয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। কিন্তু কাম ব্যাকের চেষ্টা হয়েছে বারবার! যদিও তাতে লাভ হয়নি। তবে নতুন মরসুমের আগে নতুন রূপে সেজে উঠছে লাল হলুদ!
আসন্ন সিজনে তাহলে কি নতুন ইস্টবেঙ্গলের দেখা পাবে লাল হলুদ জনতা? এমন একাধিক প্রশ্নের আবহে বারংবার উঠে আসছে এক ভারতীয় ফুটবলারের নাম। হ্যাঁ, শোনা যাচ্ছে, জাতীয় দলের হয়ে খেলা এই ভয়ঙ্কর প্লেয়ারকে দলে নিয়েই প্রতিপক্ষ শিবিরের স্বপ্ন ভাঙতে চাইছে মশাল বাহিনীর ম্যানেজমেন্ট! কে তিনি? কী তার পরিচয়? জেনে নিন।
জাতীয় দলে খেলা ফুটবলারকে সই করাতে চায় ইস্টবেঙ্গল!
গত মরসুমে ডুরান্ড কাপ এবং ইন্ডিয়ান সুপার লিগে হতশ্রী পারফরমেন্স। তার ওপর AFC চ্যালেঞ্জ লিগ ও বহু পরিচিত সুপার কাপ থেকে বিদায়, সবমিলিয়ে একেবারে নাকাল অবস্থা লাল হলুদের। তাই পুরনো ভুল ত্রুটি শুধরে নতুন করে দল গুছিয়ে নিচ্ছেন কোচ অস্কার। প্রদান কোচের পছন্দের তালিকা দেখেই একে একে নতুন ফুটবলারদের সই করাচ্ছেন হেড অফ ফুটবল থাংবোই সিংটো।
লাল হলুদের সাথে যখন বারংবার উঠে আসছে জাতীয় শিবিরের বিপিন সিংদের নাম, ঠিক একই পর্বে ইস্টবেঙ্গলের সাথে জুড়েছে বেঙ্গালুরু এফসির হয়ে খেলা ভারতীয় ফুটবলার রাহুল ভেকের নামও। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, মূলত রাইত ব্যাক পজিশনে খেলা রাহুলকে দলে নিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে লাল হলুদ।
অবশ্যই পড়ুন: বাংলাদেশকে বিরাট দুঃসংবাদ দিল জাতিসংঘ! ভারতের পর আমেরিকার এক সিদ্ধান্তেই সব শেষ
বলে রাখি, ক্লাব ফুটবলের নিরিখে অভিজ্ঞতা এবং দক্ষতা দুইই একেবারে ভরপুর রাহুলের ঝুলিতে। জানা যাচ্ছে, বেঙ্গালুরুর জার্সিতে মোট 26 ম্যাচে 10টি ক্লিনশিট 27 ইন্টার্সেপশন ও 85 শতাংশ অ্যাকিউরেসি নিয়ে খেলা এই ফুটবলারকে দলে পেলে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে পারবে লাল হলুদ, এমনটাই আশা ইস্টবেঙ্গলের সাথে যুক্ত একাধিক মুখের।
রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুর জার্সিতে 3 গোল ও 126 ক্লিয়ারেন্স দেওয়া এই ফুটবলারের সাথে ইতিমধ্যেই নাকি কথা বলেছেন লাল হলুদের বেশ কয়েকজন কর্তা। যা খবর, সব ঠিক থাকলে খুব শীঘ্রই ইস্টবেঙ্গল শিবিরে নাম জুড়তে পারে রাহুলের।