সুপার কাপের আগে ইস্টবেঙ্গলের কোচিং স্টাফে পরিবর্তন? জল্পনা বাড়াল এক ছবি

Published on:

east bengal new coach

বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোর হাত ধরে দুঃসময় কাটিয়ে উঠেছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। তবে মাঝ পথে দলের ছেলেদের চোট ও দুর্বল রক্ষণভাগ নিয়ে একপ্রকার মুখ থুবড়ে পড়ে লাল হলুদ। তবে সেখান থেকেও উঠে দাঁড়িয়ে ফের লড়াইয়ে পা বাড়িয়েছিল অস্কারের দল। একপ্রকার ভাঙা দল নিয়ে প্রতিমুহূর্তে শত্রু পক্ষকে চেপে ধরার চেষ্টা করে গিয়েছে ইস্টবেঙ্গল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কেরালার ম্যাচেও দুর্বল রক্ষণভাগ নিয়ে জয় তুলেছিল লাল হলুদরা। যার দরুন একেবারে নতুন করে প্লে অফে ওঠার স্বপ্ন দেখতে শুরু করে কলকাতা ময়দানের এই প্রধান দল। তবে শেষ রক্ষা হয়নি। ব্যর্থতা নিয়েই এবারের ISL থেকে বিদায় নিয়েছে লাল হলুদ। লক্ষ্য ছিল AFC চ্যালেঞ্জ লিগ।

তবে সম্প্রতি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালেও ব্যর্থতার পরিধি বাড়িয়েছে ইস্টবেঙ্গল। তাই পরাজয়ের যন্ত্রণা বুকে রেখেই অস্কারদের লক্ষ্য এখন সুপার কাপ। এহেন আবহে খুশির খবর ভেসে আসছে লাল হলুদ ব্রিগেড থেকে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ইমামি ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন এক তাবড় ভারতীয় কোচ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন সিংটো?

AFC চ্যালেঞ্জ লিগের ব্যর্থতার মাঝেই খুশির খবর শোনালো ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে, আগামী সিজন থেকেই ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছেন ভারতীয় কোচ থাংবোই সিংটো। শনিবার রাত থেকেই নেট মাধ্যম তোলপাড় সেই খবরে। রবিবার সকাল হতেই সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্যে আসে একটি ছবি। যেখানে ইস্টবেঙ্গল ক্লাবের তাঁবুর ক্যাফেটেরিয়ায় দুই লাল হলুদ সদস্যের সঙ্গে ফ্রেমে ধরা পড়েন হায়দরাবাদের প্রাক্তন কোচ সিংটো। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বেড়েছে জল্পনা।

east bengal

অবশ্যই পড়ুন: ৫৮ বলে ১৩৭ রান, IPL-র আগে ঝড় তুললেন ঈশান কিষাণ! ফিরবেন টিম ইন্ডিয়ায়?

সিংটোকে দলে নিতে মরিয়া চেষ্টা করেছে ইস্টবেঙ্গল?

শোনা যাচ্ছে, ভারতীয় ফুটবলারদের উন্নতির পাশাপাশি স্কাউটিং সংক্রান্ত দায়িত্ব সামলাতে পারেন এই ভারতীয় কোচ। বেশ কয়েকটি সূত্র বলছে, সিংটোকে দলে যুক্ত করার জন্য যথেষ্ট কাঠখড় পোয়াতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। গতবার হায়দরাবাদ এফসির সাথে বিচ্ছেদের পর সিংটোকে দলে নিতে আমরণ চেষ্টা চালিয়েছিল কেরালা ব্লাস্টার্স।

শোনা যায়, কেরালার একটি ম্যাচেও নাকি উপস্থিত ছিলেন তিনি। তবে সেবার কাজের কাজ করতে পারেনি কেরালা। পরবর্তীতে সেই প্রতিযোগিতায় নামে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের AFC লিগের একটি ম্যাচেও নাকি হাজির হয়েছিলেন সিংটো। এবার সেই ভারতীয় মহারথীকেই নাকি আগামী সিজেনের দায়িত্ব দেবে লাল হলুদ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group