ট্রান্সফার মার্কেটে লাল-হলুদ ঝড়, চমক দিতে প্রস্তুত ইস্টবেঙ্গল

Updated on:

East Bengal FC may sign these 3 Hyderabad footballers

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান সুপার লিগ এখনও শেষ হয়নি, তার আগেই ভুল ত্রুটি শুধরে আগামী মরসুমের প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল(East Bengal FC)। চলতি সিজনে রক্ষণভাগ থেকে শুরু করে সুযোগ নষ্টের রোগ সব নিয়েই ডুবেছে মশাল বাহিনী। তাই আগত মরসুমে আর একই ভুল নয়। আর সেজন্য এখন থেকেই দল গোছাতে কোমর বেঁধেছে লাল হলুদ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

খোঁজ নিয়ে জানা গেল, দলের পুরনো ক্ষত সারাতে হায়দরাবাদের 3 ফুটবলারে নজর রয়েছে কলকাতা ময়দানের এই প্রধানের। শোনা যাচ্ছে, খুব সম্ভবত চলতি মরসুম শেষ হলেই, ট্রান্সফার মার্কেটে বড় চমক দিয়ে 3 জনকেই সই করিয়ে নিতে পারে ইমামি ইস্টবেঙ্গল।

হায়দরাবাদের ঘর ভেঙে এই 3 জনকে দলে টানবে লাল হলুদ?

বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, হায়দরাবাদের প্রাক্তন কোচ থাংবোই সিংটোর হাত ধরেই 3 তাবড় ফুটবলারকে লাল হলুদ শিবিরে ভেড়াতে পারেন ইস্টবেঙ্গল কর্তারা। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি কোচ অস্কার ব্রুজো, বিনো জর্জ ও সিংটোর মধ্যে দুই দফা আলোচনা চলেছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সূত্রের খবর, হায়দরাবাদের প্রাক্তন পথপ্রদর্শক সিংটোর হাতে ফুটবলারদের তালিকাও তুলে দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী, নিজামের দল থেকে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল কাদের তুলে আনে, সেদিকে চোখ রয়েছে লাল হলুদ জনতার।

ইস্টবেঙ্গলের নজরে আব্দুল রাবি

সূত্র অনুযায়ী, ইস্টবেঙ্গল কর্তাদের নজরে পড়ে গিয়েছেন হায়দরাবাদের হয়ে খেলা রাইট উইং আব্দুর রাবি। সূত্রের খবর, তাঁকে ছেড়ে নতুন কাউকে নিতে চাইছে হায়দরাবাদ, আর সেই সুযোগে তড়িঘড়ি রাবিকে সই করাতে চান অস্কার।

মনে করা হচ্ছে, এ মরসুমে নন্দকুমার যেহেতু খুব একটা ভরসা দিতে পারেননি, তাই তাঁর জায়গায় রাবিকে দায়িত্ব দিতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে সবচেয়ে বড় সমস্যা হলো, রাবিকে দলে নিতে ওত পেতে বসে রয়েছে বিভিন্ন ক্লাব। কাজেই সেই প্রতিদ্বন্দ্বীতার মধ্যে দিয়ে ইস্টবেঙ্গল রাবিকে দলে টানতে পারবে কিনা সে বিষয়ে সংশয় রয়েছে অনেকেরই।

নজরে রয়েছেন অ্যালেক্স সাজি

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে, হায়দরাবাদের অন্যতম ফুটবলার অ্যালেক্স সাজিকে দলে নেওয়ার জন্য বহুদিন আগে থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। 2027 সাল পর্যন্ত হায়দরাবাদের সাথে চুক্তি রয়েছে তাঁর। ফলত, তাঁকে দলে নিতে গেলে 1 কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গলকে। এখন প্রশ্ন, মোটা অঙ্ক খরচ করে এই ডিফেন্ডারকে দলে নেওয়ার সাহস দেখাবে লাল হলুদ?

অবশ্যই পড়ুন: RCB-র বিরুদ্ধে হেরে লজ্জার রেকর্ড গড়ল ধোনির CSK!

মহম্মদ রফি

বেশ কয়েকটি সূত্র জানাচ্ছে, হায়দরাবাদের হয়ে খেলা মহম্মদ রফির ওপরেও নাকি নজর পড়েছে ইস্টবেঙ্গলের। এক্ষেত্রে বলে রাখি, রফি যে জায়গায় খেলেন, সেই অবস্থানে লাল হলুদের একাধিক ফুটবলার রয়েছে। তবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট মনে করছে, তাঁকে যদি আসন্ন মরসুমের আগে দলে পাওয়া যায়, তবে তা বাড়তি সুবিধা দেবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group