টানা পাঁচ ম্যাচে হার, নতুন কোচেও ব্যর্থ! ISL-এ জিততে এবার মনোবিদ নিয়োগ করতে পারে ইস্টবেঙ্গল

Published on:

east bengal vs mohun bagan

প্রীতম সাঁতরা, কলকাতাঃ ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) টানা পাঁচ ম্যাচে হার। সব মিলিয়ে টানা সাত ম্যাচে জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। কোচ বদল হয়েছে, বদল হয়নি দলের ভাগ্য। সমস্যাটা ঠিক কোথায়? মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে পরাজয়ের পর ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের কাছে এই প্রশ্নই করেছিলেন সাংবাদিকরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ISL-এ এখনও জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল

খাতায় কলমে ইস্টবেঙ্গল এফসির দল বেশ শক্তপোক্ত। যে ক’টি মরশুম ইস্টবেঙ্গল আইএসএল খেলছে, এবারেই সবথেকে শক্তিশালী দল গড়েছে টিম ম্যানেজমেন্ট। ধরে রাখা রয়েছে গতবারের স্কোয়াডে থাকা একাধিক ফুটবলারকে ধরে। পরিকল্পনা সবই ঠিক, প্রত্যাশা মতো পাওয়া যাচ্ছে না ফলাফল। মোহনবাগান দাপটের সঙ্গে জিতেছে শনিবারের ডার্বি। বিরতির আগে বাগানের হয়ে গোল করেন জেমি ম্যাকলারেন। ম্যাচ শেষ হওয়ার মিনিটখানেক আগে পেনাল্টি পায় মোহনবাগান। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি দিমিত্রি পেত্রাতস। এতোগুলো ম্যাচের পরেও দানা বাঁধেনি লাল হলুদ ব্রিগেডের খেলা। দেবব্রত সরকারের মতে, দল মানসিকভাবে ফিট নয়।

মানসিকভাবে আনফিট ইস্টবেঙ্গল!

বড় ম্যাচের পর লাল হলুদ কর্তা বলেছেন, “টিম মানসিকভাবে সবচেয়ে বেশি আনফিট ৷ নতুন কোচ এই অবস্থা থেকে দলকে যত তাড়াতাড়ি বের করতে পারবেন তত ভালো ৷ মানসিকভাবে ফিট থাকাটা ভীষণ দরকার।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মনোবিদ নিয়োগ করবে ইস্টবেঙ্গল এফসি?

কোনো সমস্যার সমাধান করতে হলে আগেকার দিনে ক্লাব কর্তারাই সরাসরি ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসতেন। এখন সেই জমানা আর নেই, এখন কর্পোরেট জমানা। ক্লাবের সাবেক কর্তাদের তাকিয়ে থাকতে হয় বিনিয়োগকারী সংস্থার দিকে। তবুও দলের এই করুণ পরিণতি ইস্টবেঙ্গল কর্তাকে ভাবিয়ে তুলেছে। গাড়িতে ওঠার আগে কোচকে মনোবিদ নিয়োগ করার পরামর্শ দিয়ে গেলেন প্রচ্ছন্নভাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group