কলকাতাঃ ইন্ডিয়ান সুপার লিগে এখনও অবধি একটিও ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল (East Bengal FC)। তবে, মহামেডানের বিরুদ্ধে মিনি ডার্বি ড্র করে এক পয়েন্ট ঘরে ঢুকিয়েছে লাল হলুদ শিবির। ISL-এ ঘুরে দাঁড়ানোর মরিয়া প্রচেষ্টায় রয়েছেন অস্কার ব্রুজোর ছেলেরা।
কলকাতায় আসছেন হেক্টর ইউস্তে
আর এই কঠিন সময়ে লাল হলুদের তারকা স্প্যানিশ প্লেয়ার হেক্টর ইউস্তের কথা মনে পড়ছে লাল-হলুদ সমর্থকদের। এর আগে হেক্টর ইউস্তে ভিসা সমস্যায় জড়িয়েছিলেন। সেই সমস্যা মেটার পর চোটের কারণে আপাতত নিজের দেশেই রয়েছেন তিনি। কলকাতায় কবে আসছে ইউস্তে, সেই নিয়ে এতদিন কোনও ভালো খবর না মিললেও, এবার সুখবর মিলেছে। জানা যাচ্ছে যে, ২১ নভেম্বর কলকাতায় পা দিতে পারেন ইউস্তে।
গতকাল শনিবার ইস্টবেঙ্গলের প্লেয়াররা প্রায় এক সপ্তাহ পর মাঠে নেমে অনুশীলন করেন। তবে গতকালের অনুশীলনে অনেকেই উপস্থিত ছিলেন না। বিদেশি প্লেয়ারদের মধ্যে একমাত্র ক্লেটন সিলভা শনিবার অনুশীলনে নেমেছিলেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, হিজাজি জাতীয় দলের দায়িত্ব পালনে জর্ডনে উড়ে গিয়েছেন। কিন্তু তালাল, ক্রেসপো, দিয়ামান্তাকোস কলকাতায় থেকেও অনুশীলনে যোগ দেননি। ওদিকে দেশীয় প্লেয়ারদের কথা বলতে গেলে, জিকসন সিং মালয়েশিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার জন্য জাতীয় দলে যোগ দিয়েছেন। প্রভসুখন কলকাতায় থেকেও অনুশীলনে আসেননি।
কবে অনুশীলনে যোগ দেবেন হেক্টর ইউস্তে?
খুব শীঘ্রই ইস্টবেঙ্গলের সমস্ত প্লেয়ারকে একসঙ্গে অনুশীলনে দেখা যাবে। এমনকি হেক্টর ইউস্তেও আগামী সপ্তাহ থেকেই অনুশীলনে নামতে পারেন বলে খবর।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |