ফিরবে লাল হলুদ জামানা! ক্ষমতাশালী ফুটবলার রশিদকে চুক্তিপত্র পাঠিয়ে দিল ইস্টবেঙ্গল

Published:

East Bengal FC sends contract letter to Mohammad Rashid
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বদলে যাবে পুরনো অধ্যায়। ব্যর্থতার দিন কাটিয়ে তৈরি হবে নতুন ইস্টবেঙ্গল(East Bengal FC)। প্রতিপক্ষের ঘরে ঢুকে জোরালো আক্রমণ শানাবে বাংলার ঐতিহ্যবাহী দল লাল হলুদ। বর্তমান সময়ে এমন আশা নিয়েই দল গোছাচ্ছে কলকাতা ময়দানের এই প্রধান।

যাবতীয় সমস্যা মাথায় রেখে কোচ অস্কার ব্রুজোর সবুজ সংকেত নিয়েই তালিকা দেখে একের পর এক বিদেশি সই করাতে মাঠে নেমেছেন হেড অফ ফুটবল থাংবোই সিংটো। এহেন আবহে, ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরাকে চূড়ান্ত করার পর এবার প্যালেস্টাইনের তুখড় ফুটবলার মহম্মদ রশিদের সাথে চুক্তি পাকা করতে উঠে পড়ে লেগেছে লাল হলুদ। সূত্রের যা খবর, ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের তরফে ওই বিদেশির কাছে চুক্তিপত্র পৌঁছেছে।

টাফ ফুটবল খেলার ক্ষমতা রয়েছে রশিদের

প্যালেস্টাইনের দুরন্ত ফুটবলার মহম্মদ রশিদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল তিনি একজন মিডফিল্ডার হিসেবে টাফ ফুটবল খেলতে দক্ষ। অর্থাৎ শত্রুপক্ষের আক্রমণ বারংবার রুখে দিয়ে পাল্টা আক্রমণে যাওয়ার ক্ষমতা রয়েছে রশিদের। জানা যাচ্ছে, বর্তমানে ইন্দোনেশিয়ার ক্লাব পারসিবায়ার হয়ে খেলছেন এই ফুটবলার। ইস্টবেঙ্গলের থিঙ্ক ট্যাঙ্ক আশা করছে, রশিদকে একবার দলে ভেড়াতে পারলেই মাঝ মাঠের ভারসাম্য রক্ষা করা যাবে।

রশিদের সাথে চুক্তি চূড়ান্ত করতে চাইছে ইস্টবেঙ্গল

বিগত বেশ কিছুদিন ধরেই লাল হলুদের সাথে জড়িয়ে রয়েছে প্যালেস্টাইন ফুটবলার মহম্মদ রশিদের নাম। রশিদের আগে ঠিক একইভাবে লাল হলুদের প্রসঙ্গ উঠতেই বারবার শোনা যেত ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েলের কথাও। সেই জল্পনাকে সত্যি করে ইতিমধ্যেই ওই ব্রাজিলিয়ান ফুটবলারকে চূড়ান্ত করে ফেলেছে কলকাতা ময়দানের এই প্রধান।

অবশ্যই পড়ুন: বৃষ্টিতেই স্বপ্ন শেষ রাহানেদের, আর কী সুযোগ পাবে KKR? দেখে নিন

সূত্র বলছে, এবার তালিকা অনুযায়ী রশিদের সাথে দ্রুত চুক্তি পাকা করতে চাইছে ইস্টবেঙ্গল। খোঁজ নিয়ে জানা গেল সেই উদ্দেশ্যেই, ইন্দোনেশিয়ার ক্লাবের হয়ে খেলা রশিদকে চুক্তিপত্র পাঠিয়েছে মশালবাহিনীর ম্যানেজমেন্ট। মনে করা হচ্ছে, সব ঠিক থাকলে খুব শীঘ্রই ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তুলবেন এই ক্ষমতাশালী ফুটবলার।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join