স্বপ্ন শেষ! বড় ঝটকা খেল ইস্টবেঙ্গল

Published on:

East Bengal FC suffers major setback with New foreign footballer

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আশা পূরণ হয়েও হল না। সম্প্রতি বিদেশি ফুটবলার সই করানোর আবহে সার্বিয়ার তুখড় স্টপার ইভান মিলাদিনোভিচকে প্রায় পাকা করে ফেলেছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। সেই মতোই প্যালেস্টাইন ফুটবলার মহম্মদ রশিদের পাশাপাশি তাঁকেও চুক্তিপত্র পাঠিয়েছিল লাল হলুদ। তবে শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গলে খেলতে রাজি হলেও পরিবারের আপত্তির কারণে মশাল ব্রিগেডে যোগ দিতে পারছেন না ইভান। আরে এতেই স্বপ্ন ভেঙে চৌচির কলকাতা ময়দানের এই প্রধানের।

পারিবারিক আপত্তিতে লাল হলুদে আসা হল না ইভানের

সাম্প্রতিক সময়ে ইস্টবেঙ্গলের সাথে বারংবার উঠে আসছিল সার্বিয়ান ফুটবলার মিলাদিনোভিচের নাম। শোনা যাচ্ছিল, সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই লাল হলুদ জার্সি গায়ে তুলতে পারেন তিনি। এবার সেই আশঙ্কা সত্যি হওয়ার মাঝেই বড় ধাক্কা খেল লাল হলুদ ম্যানেজমেন্ট।

শোনা যাচ্ছে, ইভানকে কোচ অস্কারের চরম পছন্দ হলেও খেলোয়াড়ের পরিবার ভারতে এসে থাকতে রাজি নয়। আর সেই কারণেই ইস্টবেঙ্গলে যোগ দেওয়া হচ্ছে না সার্বিয়ার এই ফুটবলারের।

চুক্তিপত্র পাঠিয়েছিল ইস্টবেঙ্গল

প্রধান কোচ অস্কারের সবুজ সংকেতের পরই পছন্দের তালিকা দেখে একে একে নতুন বিদেশিদের সই করিয়ে নিচ্ছিলেন হেড অফ ফুটবল থাংবোই সিংটো। জানা যাচ্ছে, অন্যান্য বিদেশির পাশাপাশি ইভানকে দলে নিতে তাঁর কাছেও পৌঁছেছিল ইস্টবেঙ্গলের চুক্তিপত্র।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

সেই মতো লাল হলুদ শিবিরে খেলবেন কিনা সে বিষয়ে পরিবারের কাছে জানতে চাইলে, এক কথায় ভারতে আসতে অস্বীকার করেন ইভানের প্রিয়জনরা। আর তাতেই স্বপ্ন ভেঙেছে লাল হলুদের। জানা যাচ্ছে, মঙ্গলবারই ইভান ইস্টবেঙ্গলকে জানিয়ে দিয়েছে, তিনি ভারতে এসে খেলতে পারবেন না। কারণ হিসেবে সুদূর সার্বিয়া থেকে ভারতে আসতে পরিবারের আপত্তি কথা উল্লেখ করেন তিনি।

অবশ্যই পড়ুন: চিন, তুর্কি ছাড়া ভারতের এই বন্ধুও পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করছে! নাম জানলে চমকে যাবেন

ইভানের থেকেও ভাল ফুটবলার খুঁজছে ইস্টবেঙ্গল

দীর্ঘদিন আশা ধরে রেখে শেষ পর্যন্ত সার্বিয়ান তারকার তরফে না শোনার পর কিছুটা হলেও মন ভেঙেছে ইস্টবেঙ্গল কর্তাদের। তবে জানা যাচ্ছে, সেই দুঃখ ভুলে এবার ইভানের থেকেও শক্তিশালী ফুটবলার খুঁজতে শুরু করেছেন কোচ অস্কার ও হেড অফ ফুটবল সিংটো। বেশ কয়েকটি সূত্র বলছে, কোচ অস্কারের দেওয়া তালিকা থেকে বিদেশিদের একে একে সই করানোর মাঝেই ইভানের বিকল্প হিসেবে দক্ষ ফুটবলারকে খুঁজে নেবেন সিংটো। যদিও এ প্রসঙ্গে বেশ কয়েকজন ফুটবল বিশেষজ্ঞের দাবি, ইভানের থেকে ভাল ফুটবলার দেশেই রয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥